HomeWest BengalKolkata CityNewtown:দশ বছর ধরে বন্দি দুই ভাই, নিউটাউনে হাড়হিম করা ঘটনা

Newtown:দশ বছর ধরে বন্দি দুই ভাই, নিউটাউনে হাড়হিম করা ঘটনা

- Advertisement -

নিউটাউনে হাড়হিম করা ঘটনা। একই বাড়ির দুই ছেলে গত দশ বছর ধরে বন্দি একটি ঘরে। শুধু মাত্র গ্রিলের ভিতর দিয়ে খাবারটুকু দেওয়া হয়। শুনলে চমকে ওঠার মতো বিষয়। তবে তাদের নাকি বন্দি করেছেন তাদেরই বাবা-মা। কিন্তু কেন? এইরকম অমানবিক ঘটনার নজির থাকল খোদ কলকাতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দুই যুবক গত কুড়ি বছর ধরে মানসিক অসুস্থতার শিকার। তাদের ঘরের বাইরে বেরোতে দিলেই ঘটে যেতে পারে চরম বিপদ। সেই বিপদের আশঙ্কায় তাদের ঘরে বন্দি করে রেখেছে পরিবার।

নিউটাউনের গৌরাঙ্গনগরের ক্ষুদিরাম পল্লির বাসিন্দা নির্মল মণ্ডল ও নমিতা মণ্ডল। তাঁদের দুই ছেলে শ্রীপদ ও সুজিত। পরিবারের দাবি, প্রায় কুড়ি বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন শ্রীপদ ও সুজিত। এককালে পরিবারের সামর্থ্য থাকায় তাদেরকে চিকিৎসা করানো হয়েছিল। কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থা তলানিতে ঠেকেছে তাই তাদের আর চিকিৎসা করানো হয় না। ঘরেই তালাবন্দি করে রাখা হয়েছে। একটা সময় তারা সুস্থই ছিল বলে দাবি করা হয় পরিবারের তরফ থেকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। তাদের চিকিৎসা করানো শুরু হলে তারা আরও উগ্র হয়ে ওঠে।

   

পরিবারের দাবি তখন থেকেই তারদের তালাবন্দি করে রাখা হয়েছে। পরিবারে উপার্জনের কেউ নেই। নমিতা।মন্ডল লোকের বাড়িতে কাজ করে চারজনের দিন চালায় বলে জানা গিয়েছে। পরিবারের তরফে সরকারী সাহায্যের অনুরোধ করা হয়েছে। তাদের মতে যদি কোনও সরকারী কেউ বা স্বেচ্ছাসেবী সংগঠনের কেউ এগিয়ে না আসে তাহলে তাদের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থের খরচ বহন করা সম্ভব নয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular