SSC Scam: মন্ত্রী পার্থর ‘বেআইনি লেনদেন’, কোটি কোটি টাকা যাবে সরকারের ঘরে

এসএসসি দুর্নীতিকাণ্ডে যত সময় এগোচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার সকাল থেকে ইডির আধিকারিকরা ম্যারাথন জেরা চালান রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

সেইসঙ্গে ইডির আর একটি দল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালানোর পরেই চোখ কপালে উঠে যায় আধিকারিকদের। বেরিয়ে আসে ৫০০, ২০০০ এর নোটের বান্ডিল। সেই টাকা গুনতে গিয়ে কার্যত কালঘাম ছুটে যায় আধিকারিকদের। নিয়ে আসা হয় নোট গোনার মেশিনও।

   

শনিবার সকালে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কেও। ছাড় পান না অর্পিতা। তাঁকেও আটক করেন ইডির আধিকারিকরা। প্রশ্ন উঠছিল যে তাহলে অর্পিতার বাড়িতে থাকা টাকাগুলোর কী হবে?

বাজেয়াপ্ত হওয়া টাকা নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হয়েছে, প্রায় ৪০ টি ট্রাঙ্ক ভর্তি ট্রাক। যে বিপুল অঙ্কের টাকার উদ্ধার হয়েছে, তা আলাদা করে এই ট্রাঙ্কগুলিতে ভর্তি করা হবে। তারপর সেগুলিকে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই যে ট্রাক উপস্থিত হয়েছে, তা দেখে তাজ্জব হয়েছেন সকলে। সকলেই দেখেছেন টাকার পাহাড়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এই টাকা যেত কোথায়? এদিকে সকল প্রশ্নের উত্তর জানতে অর্পিতা মুখ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন ইডি অফিসাররা।
এখনও অবধি যে টাকা উদ্ধার হয়েছে, তার পরিমাণ ২১ কোটি ছাড়িয়েছে। সেইসঙ্গে উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের অর্থ এবং সোনার গয়না। একইসঙ্গে একাধিক জমির দলিল উদ্ধার হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন