SIR আবহে রাজ্যজুড়ে শুরু আইনি সহায়তা কেন্দ্র গঠন অভিযান তৃণমূলের

blo-obstruction-south-howrah-sir-form-distribution

কলকাতা: রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধন বা SIR (SIR controversy) প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া আতঙ্কের আবহে নতুন উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। এবার প্রতিটি জেলায় গড়ে তোলা হচ্ছে আইনি সহায়তা কেন্দ্র বা লিগ্যাল সেল, যাতে সাধারণ মানুষ কোনও আইনি সমস্যায় পড়লে সরাসরি সহায়তা পান। তৃণমূল সূত্রে খবর, আগামী ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রতিটি জেলায় এই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।

Advertisements

দলীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, SIR প্রক্রিয়ার জেরে কেউ অন্যায়ভাবে আইনি জটিলতায় না পড়েন। বিশেষত, ভোটার তালিকায় নাম বাদ যাওয়া, পাসপোর্ট বা আধার কার্ডে তথ্য গরমিলের মতো কারণে সাধারণ মানুষ প্রায়ই সমস্যায় পড়ছেন। এমন অবস্থায় তৃণমূল এবার পাশে দাঁড়াতে চাইছে “আইনি সাহায্য” নিয়ে।

   

দল সূত্রে জানা গিয়েছে, ১১ নভেম্বর কলকাতার ডোরিনা ক্রসিংয়ে প্রথম বড় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হবে। এরপর ধারাবাহিকভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলায় অনুষ্ঠিত হবে লিগ্যাল সেলের সভা (Public Meeting)।

তৃণমূলের আইনজীবী সেল ইতিমধ্যেই বিশেষ দল গঠন শুরু করেছে, যেখানে অভিজ্ঞ আইনজীবীরা সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শুনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। প্রয়োজনে আদালত পর্যন্ত আইনি সহায়তাও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরে, যেখানে সম্প্রতি এসআইআর ঘিরে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে। তৃণমূল নেতৃত্ব মনে করছে, এই দুটি এলাকায় প্রশাসনিক আতঙ্ক ও বিভ্রান্তি প্রশমিত করতে দ্রুত আইনি সহায়তা পৌঁছে দেওয়া জরুরি।

সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “মানুষের পাশে থাকা, আইনের পথে থেকে তাঁদের সাহায্য করা এটাই এখন দলের প্রধান দায়িত্ব।” অভিষেকের এই নির্দেশের পরই রাজ্যজুড়ে লিগ্যাল সেল কার্যক্রমকে ত্বরান্বিত করা হয়েছে।

Advertisements

তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, “অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা বিভ্রান্ত করে ভুল পথে চালানো হচ্ছে। সেই কারণেই আমাদের এই পদক্ষেপ।” তাঁদের দাবি, “যদি কেউ অন্যায়ভাবে আইনি জটিলতায় পড়েন, তবে তৃণমূলের লিগ্যাল সেল তাঁর পাশে থাকবে।”

রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে তৃণমূলের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, ভোটার তালিকা সংশোধনের সময়ে যে জনআতঙ্ক ও অসন্তোষ তৈরি হয়েছে, তা প্রশমিত করতে এই কর্মসূচি দলীয় ভাবমূর্তি পুনর্গঠনে সহায়ক হতে পারে।

দলীয় আইনজীবী সেলের সদস্যরা জানিয়েছেন, সাধারণ মানুষ প্রাথমিকভাবে বিনামূল্যে আইনি পরামর্শ পাবেন। এছাড়াও, যে কোনও প্রশাসনিক বা আইনি বিভ্রান্তির ক্ষেত্রে সঠিক দিকনির্দেশ দেওয়া হবে। এই সেল থেকে প্রয়োজনে আইনজীবীরা আদালতে প্রতিনিধিত্ব করবেন বলেও জানা গেছে।

এসআইআর আতঙ্কের আবহে তৃণমূলের এই “লিগ্যাল সেল উদ্যোগ” শুধুমাত্র প্রশাসনিক সাহায্য নয়, রাজনৈতিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও বহন করছে। আগামী ১১ নভেম্বরের ডোরিনা ক্রসিং সমাবেশ দিয়ে শুরু হবে রাজ্যজুড়ে তৃণমূলের নতুন অধ্যায় “আইন ও ন্যায়ের পথে জনগণের পাশে দল।”