ব্যাহত ট্রেন পরিষেবা, ফের নাকাল রেল যাত্রীরা

Local Train Kolkata

রেমালের তাণ্ডবে ফের থমকে গেল রেল পরিষেবা। সকাল থেকে শিয়ালদহ দক্ষিণে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। এর পাশাপাশি রবিবার রাত থেকে সোমবার সকাল অবধি এবং সারাদিন বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল। তবে নির্দিষ্ট সময়ের কিছুটা পড়ে ফের শিয়ালদহ দক্ষিণে চালু হয়েছিল রেল পরিষেবা। তবে সোমবার দুপুরে বন্ধ হয়ে গেল শেওড়াফুলি-তারকেশ্বর লাইনের ট্রেন চলাচল।

সূত্র মারফৎ জানা গিয়েছে, রেমালের জেরে ঝড় হওয়ায় নসিবপুর স্টেশনের কাছে একটি বাঁশগাছ হেলে পড়েছে। ট্রেনের ওভারহেড তারে ঠেকে রয়েছে সেটি। সেই কারণে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়েছে। দুপুরের পর থেকে আপ লাইনে কোনও ট্রেন এগোতে পারছে না। এখানেই শেষ নয়, এর জেরে শেওড়াফুলি চার নম্বর রেল গেটে দাঁড়িয়ে আছে একটি আপ লাইনের ট্রেন। ফলে গেট খোলা যাচ্ছে না। গেট বন্ধ থাকায় শেওড়াফুলিতে জিটি রোড স্তব্ধ গিয়েছে। কতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তা বুঝতে পারছেন না রেল যাত্রী থেকে পথচলতি মানুষ। ডাউন লাইনে ট্রেন চলছে স্বাভাবিক গতিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন ট্রেনের কর্মীরা।

   

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে যে হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে যে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, সোমবার কলকাতা বৃষ্টি চলবে। পাশাপাশি ভিজবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমও। এইসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ের গতি থাকতে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন