শহরে ফের অগ্নিকাণ্ড, দাউদাউ করে উঠছে লেলিহান শিখা

শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা (Fire Incident)। শুক্রবার দুপুরে তপসিয়া ভয়াবহ আগুনে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ১০ নম্বর তপসিয়া রোডে অবস্থিত এক সোফা তৈরির কারখানায় আচমকাই আগুন…

topsia-sofa-factory-fire-incident-kolkata

শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা (Fire Incident)। শুক্রবার দুপুরে তপসিয়া ভয়াবহ আগুনে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ১০ নম্বর তপসিয়া রোডে অবস্থিত এক সোফা তৈরির কারখানায় আচমকাই আগুন লাগে বলে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় এবং দাউদাউ করে লেলিহান শিখা উঠতে দেখা যায়।

Advertisements

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রথমে ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ইঞ্জিন পাঠানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ৮টি দমকল ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

   

দমদমে তৃণমূলের ভাঙা ঘর জোড়া দিলেন দিলীপ

কারখানার ভেতরে সোফা তৈরির জন্য বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিল্ডিংয়ের ভেতর থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে এবং উপরতলা থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রশাসনের পক্ষ থেকে এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের মানুষজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ঘটনার তদন্ত শুরু করবে দমকল ও পুলিশ।

Advertisements