Boney Sengupta: কুন্তলের কাছে দামী গাড়ি উপহার পেয়ে ইডির জেরার মুখে টলিউড অভিনেতা

কিছু বছর আগে কুন্তলের প্রযোজনা সংস্থায় কাজের জন্য বনির সঙ্গে চুক্তি হয়েছিল কুন্তলের। এই সময়েই কুন্তলের থেকে একটি দাবি ল্যান্ড রোভার গাড়ির দাবি করেন বনি। কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকা নিয়ে সেই গাড়ি বুকিং করা হয়েছিল।

Bonny Sengupta

নিয়োগ দুর্নীতি (Recruitment corruption) মামলায় এই প্রথমবার কোনও অভিনেতাকে তলব করল ইডি (Enforcement Directorate)। অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে বনি সেনগুপ্তর (Boney Sengupta) যোগসূত্র পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গেছে, বনিকে দামী গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল। সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয় শুক্রবার। কিন্তু বৃহস্পতিবার হাজিরা দেন তিনি।

সূত্রের খবর, কিছু বছর আগে কুন্তলের প্রযোজনা সংস্থায় কাজের জন্য বনির সঙ্গে চুক্তি হয়েছিল কুন্তলের। এই সময়েই কুন্তলের থেকে একটি দাবি ল্যান্ড রোভার গাড়ির দাবি করেন বনি। কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই টাকা নিয়ে সেই গাড়ি বুকিং করা হয়েছিল। সেই গাড়ি ছিল বনির নামেই। পরে সেই গাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণেই তাঁকে গাড়িটি উপহার দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বনি।

   

ইডির জিজ্ঞাসাবাদের পর বনি দাবি করেন, কাজের বদলেই সেই গাড়ি উপহার দিয়েছিল কুন্তল। তখন এই বিষয়ে কোনও ধারণা ছিল না। জানলে এই ধরনের ফাঁদে পা দিতেন না। আমি এখন জানতে পারলাম, উনি যা যা করেছেন, সবই ভুল। আমি সব সত্যিটা জানিয়েছি। তাঁরা তদন্ত করবেন। আমি কোনও মিথ্যে কথা বলছি না। শেষ লেনদেন হয়েছিল ২০১৭ সালে।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এর মধ্যে অনেকেই বিনোদন জগতের সঙ্গে জড়িত। নিয়োগ দুর্নীতির বিপুল টাকা বিনোদন জগতে ব্যবহার করে কালো টাকা সাদা করা হত। এমনটাই মনে করেছিল গোয়েন্দারা। পরে সমস্ত লেনদেন খতিয়ে দেখে বনি সেনগুপ্তর যোগ মিলেছে। আরও একাধিক অভিনেত্রীরা ইডির স্ক্যানারে রয়েছে বলে জানা গেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন