Tuesday, October 14, 2025
HomeBusinessপুজোর মুখে বাড়ল হীরের চাহিদা, কলকাতায় কত জানেন?

পুজোর মুখে বাড়ল হীরের চাহিদা, কলকাতায় কত জানেন?

যতদিন যাচ্ছে, মানুষ সোনার গয়না কেনার পাশাপাশি হীরের গয়না কেনার ওপরেও বেশ জোর দিচ্ছে। বর্তমান সময়ে অনেকেই সোনার গয়নার থেকে ছোটোখাটো হীরের গয়না পড়তে বেশি পছন্দ করেন। তবে পুজোর মুখে দাঁড়িয়ে আজ শনিবার হীরের দামে কতটা পরিবর্তন হল জানেন? এমন অনেকেই রয়েছেন যারা নিজের কাছের মানুষকে বিশেষ উপহার হিসেবে হীরের গয়না (Diamond Price) দিয়ে থাকেন।

Advertisements

East Bengal: দল ছাড়ল তিন ফুটবলার, চিন্তায় লাল-হলুদ সমর্থকরা

Advertisements

তবে নিজের জন্য কেনা হোক কিংবা নিজের কাছের মানুষের জন্য হীরের মতো এত বিলাসবহুল এবং মূল্যবান গয়না কেনার আগে আপনার ঠিকমতো যাচাই করে নেওয়া প্রয়োজন। তাহলে দেখে নেওয়া যাক, শনিবার কত রয়েছে হীরের দাম? হীরে কেনার আগে আপনাকে এই বিষয়ে নিশ্চিত থাকতে হবে যে আপনি সেই দিনের হীরের সঠিক দাম সম্পর্কে পুরোপুরি জ্ঞানত।

সবজির দাম বাড়তেই চড়াও নিরামিষ থালির দাম, মাথায় হাত মধ্যবিত্তের

হীরের ধরণ অনুযায়ী এর দামের পরিবর্তন ঘটে। আর তাই ১ ক্যারেটের হীরের দাম যেমন ০.৫ ক্যারেটের থেকে অনেকটাই আলাদা হবে। ঠিক সেরকমই ০.২৫ ক্যারেটের দামও আলাদা হবে ০.৭৫ ক্যারেটের থেকে। এবার আজকের বাজারে হীরের দামটা ঠিক কত তা এক নজরে দেখে নেওয়া যাক। আজকে বাজারে ১ ক্যারেট হীরের দাম ৬৫,০০০ টাকা, ০.৫ ক্যারেট হীরের দাম ৩২,৫০০ টাকা, ০.৭৫ ক্যারেট হীরের দাম ৪৮ ,৭৫০ টাকা, ০.২৫ ক্যারেটের দাম হল ১৬,২৫০ টাকা।

IND vs BAN: একসঙ্গে ৩ কিংবদন্তিকে পিছনে ফেলতে পারেন অশ্বিন

অন্যদিকে, ০.১ ক্যারেট হীরের দাম রয়েছে ৬,৫০০ টাকায়, ০.২ গ্রাম হীরের দাম ৬৫,০০০ টাকা। সেইসঙ্গে আজ ১ গ্রাম হীরের দাম রয়েছে ৩২৫,০০০ টাকা। খুচরা বাজারে হীরে খুব কম কয়েকটি বিভাগের মধ্যে রয়েছে। আর তাই অনেক হীরে ক্রেতারা প্রথমবার কিনতে গিয়ে অনেক সমস্যার সস্মুখীন হয়ে থাকে। যদিও কলকাতায় প্রথমবার হীরে কেনার ক্ষেত্রে আপনাকে আপনার নির্দিষ্ট হীরের আকারের ব্যাপারে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে।

সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, যুবনেতাদের ‘নীতিহীনতা’য় সঙ্কটে সিপিএম

এর পাশাপাশি আপনাকে বর্তমান সময়ের হীরের হার সম্পর্কে ভালো ধারণাও রাখতে হবে। এই হারগুলো ডায়মন্ড রিটেল বেঞ্চমার্ক দ্বারা নির্ধারিত হয়ে থাকে। শুধু তাই নয়, হিরে এখন কত রেটে বিক্রি হচ্ছে সেটা জানার পাশাপাশি আপনাকে হীরের কনভার্সন রেট সম্পর্কেও স্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলে আর দেরী না করে আজই চলে যান আপনার নিকর্টবর্তী গয়নার দোকানে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments