রাত থেকেই ঘূর্ণাবর্তের প্রভাব! কয়েকঘন্টার মধ‌্যেই ভিজবে কলকাতা সহ এই জেলাগুলি

today bengal heavy -rain-forecast-in-kolkata-south-bengal-in-24-hours
today bengal heavy -rain-forecast-in-kolkata-south-bengal-in-24-hours

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের (Rain Forecast) সঞ্চার হয়েছে। তার প্রভাবে রাজ্যের দক্ষিণ ও উত্তর—দুই বাংলাতেই সক্রিয় হয়েছে মৌসুমি অস্থিরতা। বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আকাশ সোমবার সকাল থেকেই মেঘলা, Rain Forecast) এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, পরবর্তী দু’ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার আশপাশের এলাকায়।

   

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে আজ রাত থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের Rain Forecast) সম্ভাবনা: কলকাতা: বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি।

হাওড়া ও হুগলি: দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর: উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া ৩০–৪০ কিমি গতিতে বইতে পারে। পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা: স্থানবিশেষে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহরাঞ্চলে জলজটের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুর ও প্রশাসন।

আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়াবিদদের Rain Forecast) মতে, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট এই নিম্নচাপ এখনো পূর্ণ শক্তি অর্জন না করলেও, এর প্রভাব ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশ ও বাতাসে অনুভূত হচ্ছে। দফতরের তরফে জানানো হয়েছে—”পরবর্তী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ। বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় উপকূল অঞ্চলে সতর্কতা অবলম্বন করতে হবে।” নদীবাঁধ ও নিম্নাঞ্চল সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

উত্তরবঙ্গেও সক্রিয় বর্ষা: ভারী বৃষ্টির আশঙ্কা

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় মাটিধসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং-এও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি ও নদীপাড়বর্তী অঞ্চলে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন