HomeWest BengalKolkata CityTMC: ২১ জুলাই সমাবেশের জন্য চিনা ভাষায় দেওয়াল লিখন

TMC: ২১ জুলাই সমাবেশের জন্য চিনা ভাষায় দেওয়াল লিখন

- Advertisement -

গত দুই বছর করোনার কারণে একুশে জুলাই উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হতে পারেনি। এই বছর পরিস্থিতি  একুশে জুলাই সভা অনুষ্ঠিত হতে চলেছে।

বিধানসভা নির্বাচন জেতার পর এটাই তৃণমূলের প্রথম সভা, তাই প্রস্তুতি তুঙ্গে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, অফলাইন ও অনলাইনে মাধ্যমে জোর কদমে চলছে প্রচার।

   

অভিনব প্রচারের সাক্ষী থাকলো কলকাতার টেংরা, সংলগ্ন এলাকা। তৃণমূলের কর্মীরা চিনা ভাষায় একুশে জুলাই উপলক্ষে দেওয়াল লিখন করেছেন।

সম্পূর্ণ চিনা ভাষায় দেওয়াল লিখন করা হয়েছে, আগামীকাল একুশে জুলাই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে গোটা মহানগরীতে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular