HomeWest BengalKolkata CityTMC: তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্রকরে চাঞ্চল্য কাঁকসায়

TMC: তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্রকরে চাঞ্চল্য কাঁকসায়

- Advertisement -

তৃণমূল কর্মীকে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ এবার কাঁকসার গোপালপুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পবিত্র নামে ওই রাজনৈতিক কর্মী । তার পর আর তাঁর খোঁজ মেলেনি তার । এরপর বুধবার ভোর রাত ৩টে নাগাদ সুদের কারবারি শম্ভূ দাসের বাড়ির সামনে যুবকের দেহ দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরিবারের লোকেরা দাবি করে,চড়া সুদে টাকা ধার দেয় শম্ভূ। ঋণের কিস্তি দিতে না পারায় সে-ই খুন করেছে তৃণমূল কর্মী পবিত্রকে। এই অভিযোগের ভিত্তিকে কেন্দ্র করে শম্ভূর বাড়ি ভাঙচুর শুরু করে জনতা। জ্বালিয়ে দেওয়া হয় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠায় তারা।ঘটনার পর থেকে অভিযুক্ত এখনও পর্যন্ত নিখোঁজ।

অপরপক্ষে শম্ভূর পরিবার দাবি করে,শম্ভূর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পবিত্রর। বুধবার রাতে শম্ভূ বাড়ি ফিরে দেখে বৈঠকখানা ঘরে স্ত্রীর সঙ্গে বসে থাকতে পবিত্রকে। এর পরই পবিত্রর ওপর হামলা চালান শম্ভূ। অপরপক্ষে নিহত তৃণমূলকর্মীর মামা জানিয়েছেন, মৃত্যুর আগে পবিত্র আমাকে ফোন করে বলেছিল ‘মামা আমাকে বাঁচাও’। তার পর থেকে ওকে খুঁজে পাচ্ছিলাম না। ভোর রাতে শম্ভূর বাড়ির সামনে ওকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করি। শম্ভূই ওকে খুন করেছে। ঘটনার প্রকৃত কারন কি তা এখনও অধরাই রয়ে গেছে।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular