কেন্দ্র বিরোধী মিছিলে তারকাদের নামিয়ে আই ওয়াশ স্ট্রাটেজি তৃণমূলের ?

ed-anger-court-chaos-calcutta-high-court-ipac

কলকাতা: কলকাতার রাজপথে আজ তৃণমূল কংগ্রেসের এক অভূতপূর্ব মিছিল দেখা গেল (TMC Protest)। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের মূল ইস্যু ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সাম্প্রতিক অভিযান, বিশেষ করে কয়লা দুর্নীতি মামলার তদন্তে আই-প্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে রেইড। কিন্তু মিছিলের ছবি যা সবচেয়ে বেশি নজর কাড়ল, তা হলো রাজনৈতিক নেতাদের চেয়ে টলিউডের সেলিব্রিটিদের উপস্থিতি।

মিছিলের সামনে দেখা গেল সাংসদ-অভিনেতা দেব এবং সোহম চক্রবর্তীকে, আর পিছনে ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সহ আরও অনেক তারকা। রাস্তার দু’ধারে ভিড় জমে গিয়েছিল, অনেকেই মোবাইল তুলে ছবি তুলছিলেন।তৃণমূলের দাবি, এই মিছিল কেন্দ্রীয় সংস্থার রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে। দলের মুখপাত্ররা বলছেন যে, ইডি লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে দুর্বল করার জন্য একের পর এক অভিযান চালাচ্ছে।

   

‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে মসজিদের মাইক খোলা ঘিরে উত্তেজনা

আই-প্যাকের মতো নির্বাচনী কৌশলের সঙ্গে যুক্ত সংস্থায় রেইড করে দলের গোপনীয় তথ্য লুট করার চেষ্টা হচ্ছে। এই প্রতিবাদে দলের সমস্ত শাখা রাজনৈতিক, সাংস্কৃতিক, শিল্পী একজোট হয়েছে। তাই সেলিব্রিটিদের উপস্থিতি স্বাভাবিক। দেব বলেন, “আমরা শিল্পী হিসেবে নয়, নাগরিক হিসেবে রাস্তায় নেমেছি। কেন্দ্রের এই প্রতিহিংসা বন্ধ হোক।” কিন্তু বিজেপি এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি। বঙ্গ বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে করেছে , “এটা প্রতিবাদ মিছিল নয়, সেলিব্রিটি শো। তারকাদের দেখার জন্যই মানুষ ভিড় করেছে।

রাজনৈতিক নেতা না থেকে অভিনেতাদের সামনে রেখে লোক টানার চেষ্টা।” বিজেপির আরেক নেতা বলেন, “কয়লা দুর্নীতিতে নাম জড়ানোর পর প্রতিবাদের নামে আইওয়াশ করা হচ্ছে। ভিতরে ভিতরে দল অন্তঃসারশূন্য হয়ে গিয়েছে, তাই বাইরের চাকচিক্য দেখাতে হচ্ছে।”রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে সেলিব্রিটিদের সামনে রেখেছে। টলিউডের অনেক তারকা দলের সঙ্গে যুক্ত, তাঁরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং জনপ্রিয়।

তাঁদের উপস্থিতিতে মিছিলের ছবি ভাইরাল হয়, যা দলের প্রচারে সাহায্য করে। বিশেষ করে যুব এবং মহিলা ভোটারদের কাছে এই তারকাদের আকর্ষণ অনেক। কিন্তু অন্য একাংশ বলছেন যে, এটা দলের শক্তির প্রকাশ। তৃণমূল সবসময় সাংস্কৃতিক জগতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শিল্পীদের খুব সম্মান করেন এবং তাঁরা দলের সংকটে পাশে দাঁড়ান।মিছিলে সাধারণ কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

প্ল্যাকার্ডে লেখা ছিল “ইডি গো ব্যাক”, “কেন্দ্রের প্রতিহিংসা বন্ধ করো”। কিন্তু ক্যামেরার ফোকাস বেশিরভাগ সময় ছিল তারকাদের দিকে। সোশ্যাল মিডিয়ায় মিছিলের ভিডিও ছড়িয়ে পড়তেই বিজেপির কটাক্ষ শুরু হয়। এক বিজেপি নেতা টুইট করেন, “তৃণমূলের প্রতিবাদে নেতা নেই, শুধু অভিনেতা। এটা কি রাজনৈতিক দল না ফিল্ম প্রোডাকশন হাউস?”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন