TMC: ভাইপো অভিষেকেই আস্থা মমতার

Abhishek Banerjee

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফের এলেন অভিষেক। জাতীয় স্তরে সমন্বয় রক্ষার দায়িত্ব মমতার সঙ্গে এবার তিনি সামলাবেন।  বাড়তি দায়িত্ব দিয়ে বিদ্রোহীদের বার্তা দিলেন মমতা।

দলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে চার পুরনিগমের মেয়র পদের নামে শিলমোহর দিলেন মমতা। যদিও আগেই তিনি জানান, শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব। বাকি তিন পুরনিগমের মেয়রের নাম তিনি এবার জানালেন।

   

বিধাননগরের মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী। দল ছেড়ে ফের দলে ফেরা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত হলেন চেয়ারম্যান।

আসানসোল পুরনিগমের মেয়র হলেন বারাবণির বিধায়ক বিধান উপাধ্যায়। 

চন্দন নগরের মেয়র হলেন রাম চক্রবর্তী।

টিএমসির জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে দলের তরফে বিশেষ গুরুত্ব পেলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

পুরভোটের আবহে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গেও দলের যে দূরত্ব বেড়েছে তা সরাসরি বলা হয়েছে দলের তরফে। প্রশ্ন উঠছে এর নেপথ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরে অনেকে ক্ষোভ দেখিয়েছিলেন। এক ব্যক্তি এক পদ নীতি অনেকে মেনে নিতে পারেননি।

দলে দ্বন্দ্ব সামাল দিতে মমতার নির্দেশে সব সাংগঠনিক শীর্ষ পদ অবলুপ্ত করা হয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলনেত্রী হিসেবে সব দায়িত্ব নেন মমতা। তবে এদিন বৈঠকে অভিষেককে ফের তৃণমূলের সেকেন্ড ম্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন