বিজেপি সমর্থক অভিজিৎ খুনের তদন্ত, সিবিআই ডাকলেই আসব বললেন পরেশ পাল

বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় দ্বিতীয়বার সিবিআই (CBI) জেরার মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক (Paresh Pal) পরেশ পাল। বেলেঘাটার তৃণমূল বিধায়ককে সাড়ে…

বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় দ্বিতীয়বার সিবিআই (CBI) জেরার মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক (Paresh Pal) পরেশ পাল। বেলেঘাটার তৃণমূল বিধায়ককে সাড়ে তিন ঘন্টা জেরা করল সিবিআই। পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পরেশ পাল বলেন, যতবার ডাকবে ততবার আসব। নিহত অভিজিৎ সরকারের পরিবারের উদ্দেশ্যে ইঙ্গিত করে তিনি বলেন, ওরা বিজেপি করে কাউকে না কাউকে পার্টি করতে হত সেকারণেই আমাকে তলব করা হয়েছে।

Advertisements

অভিযোগ, বিধায়কের নির্দেশে খুন করা হয় অভিজিৎ সরকারকে। মৃত অভিজিতের দাদা বলেন, একাধিক অডিও এবং ভিডিও ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে জমা দিয়েছেন তাঁরা। সেই সমস্ত কিছুকে সামনে রেখেই চলে জিজ্ঞাসাবাদ।

Advertisements

অভিজিৎ সরকার খুনের তদন্তে এই নিয়ে চার মাসের ব্যবধানে দ্বিতীয়বার হাজিরা দিলেন পরেশ পাল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার। পরিবারের তরফে অভিযোগ রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে অভিজিৎকে। সরাসরি অভিযোগ উঠেছিল শাসক দলের বিধায়কের দিকে।

 

ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনেও রিপোর্ট জমা করা হয়। এরপর রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে আদালত। সেই মামলার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই অভিজিৎ সরকার খুনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।