HomeWest BengalKolkata CityTMC: খারাপ তৃণমূল খুঁজতে নামলেন শোভনদেব

TMC: খারাপ তৃণমূল খুঁজতে নামলেন শোভনদেব

- Advertisement -

সব জায়গাতে ২-৩ জন খারাপ লোক থাকে। এর জন্য তৃণমূলের পুরো দলটাই খারাপ নয়৷ একাধিক দুর্নীতি মামলায় শাসক দলের বিরুদ্ধে আঙুল উঠতেই ড্যামেজ কন্ট্রোল করতে নামলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। অভিযুক্ত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আশ্বাস দিলেন তিনি৷ কিন্তু বর্ষীয়ান তৃণমূল (TMC) নেতার মন্তব্য নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে পিছপা হলেন না বিরোধী পক্ষ৷

কিছুদিন আগেই সাংসদ সৌগত রায় বলেন, তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মী সৎ এবং নিষ্ঠাবান। তাঁরা মানুষের জন্য কাজ করেন। এর কিছুদিন পরেই সৌগত রায়ের বক্তব্য অনুযায়ী, তৃণমূলে ৯৮ শতাংশ সৎ। ২ শতাংশ যদি দুর্নীতিগ্রস্থ হয়, আমরা তাঁদের বার করে দেব। সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে৷

   

তৃণমূলের সৎ নেতাদের নিয়ে কটাক্ষ করে কী বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী? পড়ুন

CPIM: সৌগতর কাছে ৫ শতাংশ ভালো তৃণমূলের তালিকা চাইলেন সুজন

এমনিতেই তৃণমূলের অন্দরে কে সৎ? কে অসৎ? তা নিয়ে ক্রমশ জলঘোলা হতে শুরু করেছে। পেঁয়াজের খোসার মতো দুর্নীতির খোলস ছাড়তেই একের পর এক নেতাদের নাম জড়াচ্ছে। এখানে সৎ তৃণমূল নিয়ে সৌগত রায়ের বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য অঙ্কের নিয়মে কতটা সঠিক সেটা সময় বলবে৷

তবে এটা ঠিক নিয়মিত যেভাবে একের পর এক নেতাদের দুর্নীতিতে নাম জড়াচ্ছে, তা সামাল দিতে গিয়ে বিপদে পড়ছেন নীচুতলার কর্মীরা৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁদের জনসংযোগের বিষয় কী হবে তা খুঁজে বের করতে হতাশাগ্রস্ত তৃণমূল নেতারা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular