Kolkata: আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃণমূল-বাম সমর্থকদের সংঘর্ষ

ছাত্র সম্মেলন ঘিরে TMCP ও SFI দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে সরগরম আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস। একাধিক জখম। দুটি সংগঠনের তরফে পরস্পরের উপর হামলার অভিযোগ করা হয়।

রাজ্যে বাম জমানার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে CPIM এর শাখা সংগঠন SFI আধিপত্য কমতে থাকে। পরপর ভোটে বামফ্রন্ট বিপর্যয়ে গুটিকয়েক শিক্ষা প্রতিষ্ঠানে বাম সংগঠনটির অস্তিত্ব আছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান TMCP দখলে। অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন না করিয়ে জবরদস্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি দখল করে রেখেছে তৃ়ণমুল। তবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে দুইপক্ষ শক্তিশালী। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের রহস্যজনক মৃত্যুর পর বাম ছাত্র যুব সংগঠনের আন্দোলন ছিল তীব্র। এর জের ছড়িয়েছিল রাজ্য জুড়ে।

   

আজ এসএফআইয়ের পক্ষ থেকে পূর্বনির্ধারিত একটি ছাত্র সম্মেলনের আয়োজন করা হয় আলিয়ার পার্ক সার্কাস ক্যাম্পাসে। এসএফআই সদস্যদের দাবি তারা যখন এIই সম্মেলনের জন্য কাল থেকে টাকা সংগ্রহ করতে থাকে সেই সময় থেকে সমস্যার সূত্রপাত হয়। এরপর আজ তারা যখন সম্মেলন করতে যায় তখন তাদের উপর হামলা চালানো হয়। এ গোটা ঘটনার পেছনে দায়ী তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা।

এর পরবর্তীতে বিপরীত পক্ষের দাবি তারা কোন দল করে না তারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কোনরকম সভা সম্মেলন করতে দেবে না। এর সঙ্গে তারা আরো দাবি করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে মদ খাওয়া হচ্ছিল তারা আটকায় এবং তারপরে ঝামেলার সূত্রপাত হয়। এই ঘটনা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এবং এর ফলে দুই দলের ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি হয় যার ফলে আহত হয় বেশ কিছু ছাত্র। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি ঠান্ডা করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন