SSC scam: বিরাট বাগানবাড়িতে কারা আসত? TMC নেতা শান্তনুর দাবি ‘আমাকে ফাঁসানো হচ্ছে’

Shantanu Banerjee

আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অবৈধ উপায়ে নিয়োগের জন্য কোনও টাকা নিইনি। ব্যাঙ্কশাল আদালতে ঢোকার আগে এমনই জানালেন নিয়োগ দুর্নীতি (SSC scam) মামলায় ধৃত তৃ়ণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (TMC leader Shantanu Banerjee)। তবে তার বিরাট বিলাসবহুল বাগানবাড়ি নিয়ে সন্দেহ বাড়ছে ইডির।

হুগলির টিএমসি যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাগানবাড়িতে সন্ধের পর মহিলারা আসত। চলত হই হুল্লোড়। এমনই দাবি এলাকবাসীর। তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় তার এত রমরমা বলে জানাচ্ছেন অনেকে। যদিও তার আত্মীয়দের কয়েকজন বলেছেন শান্তনু পরোপকারী ছেলে। ওকে ফাঁসানো হয়েছে।

   

বাগানবাড়িতে কী হত? সেখানে কি টাকার লেনদেন হত? মধুচক্রের আসর বসত? এমনই সব প্রশ্ন উঠছে। শান্তনুর টাকার জৌলুস ছিটকে বের হচ্ছে বাগানবাড়ি থেকে। নিয়োগ দুর্নীতির তদন্তে নিজেকে নির্দোষ দাবি করলেও শান্তনুকে জেরা করে আরও তথ্য জানতে চায় ইডি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন