Anubrata Mondal: সিবিআই এত চুপ কেন, বুকের ভিতর হাতুড়ি পড়ছে অনুব্রতর

রাজনৈতিক মহলে বা জনজীবনে আলোচনা এবার সিবিআইয়ের মতিগতি ঠিক লাগছে না। এ যেন ঝড়ের পূর্বলক্ষণ। এত নীরব কেন সিবিএসই! অনুব্রত মণ্ডলের শারীরিক খবরাখবর নিতে হাসপাতালে…

anubrata mondal

রাজনৈতিক মহলে বা জনজীবনে আলোচনা এবার সিবিআইয়ের মতিগতি ঠিক লাগছে না। এ যেন ঝড়ের পূর্বলক্ষণ। এত নীরব কেন সিবিএসই! অনুব্রত মণ্ডলের শারীরিক খবরাখবর নিতে হাসপাতালে সিবিআই আধিকারিক যেতেই ভীত হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি। এসএসকেএমে চিকিৎসাধীন অনুব্রত মণ্ডলের বুক ফের ধড়ফড় করতে শুরু করেছে। তবে তার দেহের অক্সিজেন মাত্রা ঠিকঠাক বলে জানানো হয়। সিবিআই আধিকারিক চোখ বুলিয়ে নেন অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্টে।

Advertisements

সূত্রের খবর, সিবিআই মনে করছে অনুব্রত মণ্ডল অসুস্থ নন, তিনি গোরু পাচার মামলার জেরা থেকে বাঁচতে অসুস্থ হবার নাটক করছে। জানা গিয়েছে, এই বিষয়ে আইনগত দিক বজায় রেখে জেরার চেষ্টা করবে সিবিআই।

Advertisements

এসএসকেএম হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডলকে জেরা করতে সিবিআই মরিয়া চেষ্টা চালাচ্ছেন। দিল্লিতে পাঠানো হয়েছে অনুব্রতর মেডিকেল রিপোর্ট। সেখান থেকে পরবর্তী নির্দেশ এলে নিজেদের চিকিৎসক দল নিয়ে অনুব্রতকে জেরা করার পথই নিয়েছে সিবিআই।

গোরু পাচার মামলায় অনুব্রত এমন কিছু জানেন যা তদন্তের গতি বাড়িয়ে দেবে এমনই ধারণা করছে সিবিআই। একইসঙ্গে বীরভূমের বগটুই গ্রামের গণহত্যার তদন্তেও অনুব্রতকে জেরার মুখে পড়তে হবে।

তবে নিজাম প্যালেসে হাজিরা না দিয়ে নিজেকে অসুস্থ বলে দাবি করে অনুব্রত মণ্ডল আইনজীবীদের মারফত জানায়, দরকারে হাসপাতালে এসে কথা বলতে পারে সিবিআই।