Abhishek Banerjee: ৫০টি বাসে বিক্ষোভকারী নিয়ে দিল্লিতে টাকা আদায়ে নামবেন অভিষেক

আগামী ২-৩ অক্টোবর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মহা-কর্মসূচি। দিল্লি অভিযানের এই পুরো কর্মসূচিতেই থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও দিল্লি যাচ্ছেন দলের সাংসদ ও বিধায়করাও। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করে দু-দিনের দিল্লিতে কর্মসূচিতে কী কী থাকবে তা ঘোষণা করেন। কর্মসুচির নাম দেওয়া হয়েছে ‘ফাইট ফর রাইট’ (A fight for our rights)। দু’দিন দিল্লিতে কী কী কর্মসূচি হবে, বাংলাতে সেই সময় কী করবেন নেতারা তা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলার মানুষ তাঁদের অধিকার পাবে, আমি কথা দিচ্ছি।‘

Advertisements

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২ তারিখ আমরা ঘণ্টা দু’য়েক শান্তিপূর্ণভাবে রাজঘাটে বসব। রাজ্য সরকারের মন্ত্রী, সাংসদরা থাকবেন সেখানে। আমরা যখন রাজঘাটে বসব, পঞ্চায়েতের প্রধানরা গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করবেন, শ্রদ্ধা জানাবেন। পারলে একটা মোমবাতি জ্বালাবেন। বিকেলে চাইলে শান্তিপূর্ণভাবে মোমবাতি মিছিলও করতে পারেন।’

   

অভিষেক আরও বলেন, ‘৩ তারিখ প্রতিবাদ সভা করব যন্তর মন্তরে। আমরা রামলীলা ময়দান চেয়েছিলাম ১ লক্ষ মানুষ যাতে থাকতে পারেন, চারদিনের জন্য চেয়েছিলাম দেয়নি। যেখানে অবস্থান বিক্ষোভ করতে চেয়েছি অনুমতি দেয়নি। তবে প্রতিবাদ সভা হবে। আগামিদিন এই লড়াইয়ের দিক নির্দেশিকা দিল্লির মাটি থেকেই ঘোষণা করব।‘

Advertisements

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে ৩ তারিখ সকাল ১১টায় দিল্লির যন্তর মন্তরে একত্রিত হয়ে একটি সভা করবেন তাঁরা। এই কর্মসূচি বাংলার প্রতিটা পঞ্চায়েত এলাকায় সরাসরি দেখানো হবে। পঞ্চায়েত প্রধান বা অঞ্চল সভাপতিরা তার দায়িত্বে থাকবেন।