HomeWest BengalKolkata CityLoksabha Election: তমলুকে ভগবানের বিরুদ্ধে খেলা হবে

Loksabha Election: তমলুকে ভগবানের বিরুদ্ধে খেলা হবে

- Advertisement -

জল্পনায় শিলমোহর। লোকসভা ভোটে প্রার্থী হলেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু লড়বেন পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে।

তমলুক আসনে গতবার তৃণমূলের প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। দাদা বিজেপি যোগদানের পরই তৃণমূলের থেকে দূরত্ব বাড়ায় দিব্যেন্দু। সেই সূত্রে দিব্যেন্দুকে যে এইবার লোকসভায় তৃণমূলের প্রার্থী করা হবে না তা প্রায় ঠিক ছিল। সেই আসনে চলছিল নতুন মুখের খোঁজ। তমলুক আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে উঠে আসে কুণাল ঘোষের নামও। কিন্তু জল্পনার অবসান হলো জন গর্জন সভায়, জনতার মাঝে, তমলুকের প্রার্থী হিসেবে যখন দেবাংশুর নাম ঘোষণা হলো।

   

দেবাংশু যুব নেতা। তৃণমূলের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব তারই কাঁধে। এবার তিনি সরাসরি ভোটের ময়দানে। কার বিরুদ্ধে লড়বেন দেবাংশু? লড়াই কি আদৌ সহজ হবে?

তমলুক আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ইতিমধ্যেই তাঁর পক্ষে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে তমলুকে। তাহলে দেবাংশুর লড়াই কি সহজ হবে? যদিও জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী দেবাংশু। অপরদিকে এই বিষয়ে কিছু বলতে নারাজ অভিজিৎ। তাঁর কথায়, দল যতক্ষণ না ঘোষণা করছে তিনি এ বিষয়ে কিছুই বলবেন না বলেই জানিয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular