HomeWest BengalKolkata Cityভোটের ফলপ্রকাশের আগেই বিজেপিকে হারিয়ে জয়ী হল তৃণমূল! জানুন সত্যিটা

ভোটের ফলপ্রকাশের আগেই বিজেপিকে হারিয়ে জয়ী হল তৃণমূল! জানুন সত্যিটা

- Advertisement -

রাত পোহালেই অষ্টাদশ লোকসভা ভোটের ফল প্রকাশ হবে। স্ট্রং রুমে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি আছে। পাহাড়ায় আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এর মধ্যেই বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল! ভোটের ফলপ্রকাশের আগে রাজ্যে জয়ী হল ঘাসফুল শিবির। সত্যিটা কি? উঠেছে প্রশ্ন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রচার কর্মসূচির নিরিখে সবার থেকে এগিয়ে তৃণমূলই। ধারেকাছে নেই বিজেপি । বাম এবং কংগ্রেসের সম্মিলিত প্রচার কর্মসুচিও তৃণমূলের থেকে অনেকটাই কম।

নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে ১ লক্ষ ১৯ হাজার ২৭৬ আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়।এই ৯৫ হাজার কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি কর্মসূচি করেছে রাজ্যের শাসকদলই। কমিশনের হিসাব বলছে, প্রচার পর্বে তৃণমূল একাই ৪৫ হাজার ৮৬০টি প্রচার কর্মসূচি করেছে। দৈনিক হিসেবে তা গড়ে ৬১১টি। সে তুলনায় অনেকটাই পিছিয়ে বিজেপি। প্রচারপর্বে বিজেপি করেছে মোট ২১ হাজার ৬২৯টি কর্মসূচি। দৈনিক হিসাবে গড়ে ২৮৮টি। সিপিএম করেছে ১৭ হাজার ৪টি রাজনৈতিক কর্মসূচি। কংগ্রেসের কর্মসূচির সংখ্যা মাত্র ১৬৯৭টি।

   

এখানেই শেষ নয়, কমিশনের তরফে এসেছে আরও চমকে দেওয়ার মতো তথ্য। প্রচারের কাজে হেলিকপ্টার ব্যবহারেও এগিয়ে থেকেছে ঘাসফুল। ভোটগ্রহণ পর্বে রাজ্যের শাসকদলের ৫২৩টি সংশ্লিষ্ট আবেদন মঞ্জুর করেছে কমিশন। বিজেপির ক্ষেত্রে সেই সংখ্যা ১২৪। কংগ্রেস দু’বার হেলিকপ্টার ব্যবহারের আর্জি জানিয়েছিল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular