TMC: বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল

Sayantika Banerjee

বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। মুর্শিদাবাদের ভগবানগোলায় রেয়াত হাসান সরকার এবং বরানগরে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল।

শুক্রবার সন্ধে বেলায় তৃণমূলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দুই প্রার্থীর নাম। আগামী ১ জুন ওই আসনে ভোটগ্রহণ। ফল ঘোষণা লোকসভার ফল ঘোষণার দিন,৪ জুন।

   

ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি সম্প্রতি মারা গিয়েছেন। সেই কারণে সেখানে উপনির্বাচন হবে। আর বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিধানসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন। সেই কারণে উপ নির্বাচন হচ্ছে বরানগরে। তবে এই উপনির্বাচনের বড় চমক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ক যিনি দলের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন লোকসভা ভোটের টিকিট না পেয়ে, এইবার দল তাঁকে উপনির্বাচনে টিকিট দিল, এতে তাঁর মানভঞ্জন হবে বলে তিনি আশাবাদী।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন