Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata Cityকালবৈশাখীর হানা! নববর্ষেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের হুঁশিয়ারি

কালবৈশাখীর হানা! নববর্ষেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের হুঁশিয়ারি

গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলছিল ভ্যাপসা গরম, (weather forecast) ঘাম ঝরানো পরিবেশে হাঁসফাঁস করছিলেন সাধারণ মানুষ। তবে রবিবার রাত পেরোতেই আবহাওয়ার রূপ বদলাতে শুরু করেছে। হঠাৎ করেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড়, দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি(weather forecast)  । এর ফলে গরমের তীব্রতা কিছুটা হলেও উপশম পেয়েছে। আবহাওয়া দফতরের (weather forecast)  পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই ঝড়-বৃষ্টির প্রভাব আরও বাড়তে পারে।

Advertisements

কোন কোন জেলায় সতর্কতা?

Advertisements

আবহাওয়া দফতরের (weather forecast)  তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা— বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ ঝড়ের (weather forecast) সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কতটা শক্তিশালী হতে পারে এই ঝড়?

আবহাওয়া দফতরের (weather forecast)  তথ্য অনুযায়ী, ঝড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে। বিশেষ করে বীরভূম ও বর্ধমান জেলার কিছু অংশে ইতিমধ্যেই কালবৈশাখীর (weather forecast)  ঝাপটা দেখা গেছে।

কতটা কমতে পারে তাপমাত্রা?

এই ঝড়-বৃষ্টি ও (weather forecast)  দমকা হাওয়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভ্যাপসা গরমে (weather forecast)  হাঁসফাঁস করা মানুষজন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

আগামী ২-৩ ঘণ্টায় কী হতে পারে?

আবহাওয়া দফতর(weather forecast)  আগামী ২ থেকে ৩ ঘণ্টার জন্য একটি বিশেষ সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, এই সময়কালে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বিশেষ করে সন্ধ্যার দিকে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।

আবহাওয়া দফতর (weather forecast)  সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে। অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়িচালকদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে, কারণ হঠাৎ ঝড়-বৃষ্টিতে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। কৃষকদের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে যাঁদের চাষের জমিতে শস্য রয়েছে, তাঁদের আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই বছর এপ্রিল মাসে গরমের (weather forecast)  প্রকোপ একটু বেশিই ছিল। তবে এই হঠাৎ আবহাওয়ার বদল কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে রাজ্যজুড়ে। যদিও এই স্বস্তির সঙ্গে থাকছে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির তাণ্ডব। ফলে আগামী কয়েক ঘণ্টা দক্ষিণবঙ্গের (weather forecast)  মানুষকে থাকতে হবে সতর্ক অবস্থানে। আগামী দিনে কী হয়, সেটা নির্ভর করছে আবহাওয়ার আরও পরিবর্তনের উপর। আপাতত, ঝড়-বাদলের মধ্যেই কিছুটা নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী।

Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments