Weather: মেঘের কোলে রোদের উঁকি

Weather: পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলির মতো জেলায় বৃষ্টি হয়। তবে এদিন আবহাওয়া আরও পরিষ্কার হবে বলেই পূর্বাভাস। আবহাওয়া পরিষ্কার হলেও তাপমাত্রা কিছুটা বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন আপাতত সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও এবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

   

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ অক্টোবর শনিবার উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি এবার জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসের কথা বলা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমভাগ এবং সংলগ্ন এলাকার ওপরে যে নিম্নচাপটি ছিল, তা ক্রমশ উত্তর-পূর্বে অগ্রসর হচ্ছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা উত্তর-পূর্ব বাংলাদেশের দিকে চলে যাবে এবং শক্তিও হ্রাস পাবে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টি হতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন