HomeWest BengalKolkata CityRain: আয় বৃষ্টি ঝেঁপে...মোকার পিছনে জলভরা মেঘ ঢুকছে রাজ্যে

Rain: আয় বৃষ্টি ঝেঁপে…মোকার পিছনে জলভরা মেঘ ঢুকছে রাজ্যে

- Advertisement -

আসছে জলভরা মেঘ। হবে ঝমঝমিয়ে বৃষ্টি। দাবদাহে পুড়তে থাকা রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে উপকূলবর্তী জেলাগুলিত্ বৃষ্টি শুরু হবে। আগামী সপ্তাহেই  দক্ষিণবঙ্গ জুড়ে হবে বৃষ্টি।

   

বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই নামবে বৃষ্টি। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।ঝড়বৃষ্টি চলতে পারে একটানা তিন দিন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে,পশ্চিমবঙ্গের আকাশ থেকে সামুদ্রিক ঘূর্ণি মোকা টেনে নিয়েছিল জলভরা মেঘ। মোকা বাংলাদেশ হয়ে চলে গেছে মায়ানমার। এবার ফের জলভরা মেঘ ঢুকছে বাংলার আকাশে। বঙ্গোপসাগর থেকে ফের জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular