নজিরবিহীন, প্রধান বিচারপতির নামে নালিশ ঠুকল বার কাউন্সিল

ssc high

কার্যত ফের এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সাম্প্রতিক রায় নিয়ে এবার আপত্তি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলো রাজ্য বার কাউন্সিল।

Advertisements

জানা গিয়েছে, রবিবার বার কাউন্সিল প্রধান বিচারপতির কাছে সময় চিঠি দিয়েছে বৈঠকের জন্য। বার কাউন্সিল এর বক্তব্য, বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্প্রতি ডিভিশন বেঞ্চের সম্পর্কে মন্তব্য করে যে রায় দিয়েছেন এবং প্রশাসনিক নির্দেশ জারি করেছেন তা নজিরবিহীন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় -এর রায় বিচার ব্যবস্থার ক্ষেত্রে অসম্মানজনক বলেও মনে করছেন আইনজীবিদের রাজ্য সংগঠন। তাই এমন ঘটনা নিয়ে আলোচনার জন্য সোমবারই তারা বৈঠকে বসার সময় চেয়ে আবেদন করেছেন প্রধান বিচারপতির কাছে।

   

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে ডিভিশন বেঞ্চ স্থদিতাদেশ দেওয়ায় তিনি নিজের ক্ষোভ গোপন রাখেননি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements