Tet Scam: চার্জশিটে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পুরো পরিবার ‘নিয়োগ দুর্নীতিতে জড়িত’

Tapas Mondal leaked information on recruitment corruption

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি।এতে বিধায়কের পাশাপাশি রয়েছে পাঁচ জনের নাম। ১৬০ পাতার চার্জশিট জমা দিল ইডি। সূত্রের খবর, আগের অভিযোগগুলি ছাড়াও ইডির চার্জশিটে মানিকের বিরুদ্ধে বেশ কিছু নতুন অভিযোগ রয়েছে।

Advertisements

ইডি সূত্রে খবর, মানিক ছাড়াও রয়েছে পাঁচ জনের নাম। সেখানে মানিকের স্ত্রী, পুত্র ছাড়াও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কথাও উল্লেখ করা হয়েছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সভাপতি পদ থেকে সরানো হয়েছিল মানিক ভট্টাচার্যকে। তাঁর বিরুদ্ধে আগে থেকেই তদন্ত শুরু করে সিবিআই।

এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশের সময় মানিক ভট্টাচার্যের নাম উল্লেখ করেছিল তদন্তকারী সংস্থা। গত ১০ অক্টোবর এই মামলায় মানিককে গ্রেফতার করে ইডি। ঠিক তার ৬০ দিনের মাথায় চার্জশিট জমা করল ইডি।

Advertisements

আদালতের নির্দেশ ছিল ৬০ দিনের মধ্যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট জমা করতে হবে। নির্দেশ অনুযায়ী ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করল ইডি। ১৬০ পাতার চার্জশিটের সঙ্গে ৬০০০ পাতার তথ্য তুলে ধরা হয়েছে। চার্জশিট আনতে বিশালাকার ট্রাঙ্ক লেগেছে।