HomeWest BengalKolkata CityTET SCAM: নিয়োগ দুর্নীতি মামলায় তাপসকে তলব ইডির

TET SCAM: নিয়োগ দুর্নীতি মামলায় তাপসকে তলব ইডির

- Advertisement -

দুর্নীতি মামলায় সিবিআইয়ের তৎপরতা তুঙ্গে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি(TET scam) মামলায় কিছুদিন আগেই অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। তার অফিস থেকে প্রচুর নথিও উদ্ধার করা হয়েছে। এইবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি। আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে তাপস মণ্ডলকে।

তাপস মণ্ডলের টিচার্স ট্রেনিং কলেজ গুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে তলব করা হয়েছে। ইডির তরফ থেকে দাবি,তাপস মণ্ডলের কাছ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে। 

   

গতকাল তাপস মণ্ডলের বারাসাতের বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। অভিযান চলে কলেজ স্কোয়ারের অফিসেও। 

গোটা অভিযানে ২ টি মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক, ২ টি পেন ড্রাইভ ও একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল উদ্ধার করেছে ইডি। তদন্তকারীদের ধারণা, মোবাইলে গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে। সেগুলি খতিয়ে দেখা হবে। সেগুলি ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। 

মূলত মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে তাপস মণ্ডলের নাম উঠে আসে। নিয়োগে দুর্নীতির সঙ্গে তাঁর কী যোগ রয়েছে? তা জানতেই চলে তল্লাশি অভিযান। কিন্তু গতকাল বারাসাতের বাড়িতে উপস্থিত ছিলেন না তাপস মণ্ডল। তিনি‌ হরিদ্বারে রয়েছেন বলে জানায় তার ছেলে। তলব করা হলে বাবা উপস্থিত হবেন বলেও জানিয়েছেন তাপস মণ্ডলের ছেলে।

আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় মানিক ভট্টাচার্যকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। সেইমতো ফের জিজ্ঞাসাবাদের জন্য মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular