Tet Scam:নিয়োগ প্রক্রিয়াকে ভেস্তে দিতেই এমন অচলাবস্থা : ব্রাত্য বসু

টেট দুর্নীতির (Tet Scam) জেরে নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে ইন্টারভিউ নয়, আগে উত্তীর্ণদের চাকরি এই দাবিতে সল্টলেকে চনছে আমরণ অনশন (Hunget Strike)। হাজার খানেক বিক্ষোভকারীর…

টেট দুর্নীতির (Tet Scam) জেরে নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে ইন্টারভিউ নয়, আগে উত্তীর্ণদের চাকরি এই দাবিতে সল্টলেকে চনছে আমরণ অনশন (Hunget Strike)। হাজার খানেক বিক্ষোভকারীর অবস্থানে বিপর্যস্ত মমতার সরকার। ঘোরালো পরিস্থিতির মাঝে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য , নিয়োগ প্রক্রিয়াকে ভেস্তে দিতেই এমন অচলাবস্থা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক মদত রয়েছে। নিয়োগের ক্ষেত্রে কারোর সুপারিশ গ্রহণ করা হবে না।

Advertisements

শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল। আর নিয়োগ না হওয়া অবধি আন্দোলন চলবে বলে গত সোমবার থেকে ধর্না জারি রেখেছেন ২০১৪ সালে টেট পাশ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। 

Advertisements

আন্দোলনকে অন্যায্য বলে দাবি করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, আমরা অবিচার করছি মনে হলে রাস্তায় না বসে আদালতে যান। শিক্ষামন্ত্রীর অভিযোগ, নিয়োগে পর্ষদ শেষ কথা। দফতরের কোনও সম্পর্ক নেই।

চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, পদ্ধতি মেনে আবেদন করতে হবে। ইন্টারভিউ ছাড়া চাকরি দেওয়া সম্ভব নয়। সমস্ত কিছু খতিয়ে দেখে ইন্টারভিউতে ডাকা হবে।

চাকরি প্রার্থীরা আগে দু’বার ইন্টারভিউতে বসেছেন। এখন আবার নতুন করে ইন্টারভিউতে বসতে চান না। তাঁদের দাবি, যোগ্যদের নিয়োগ না করা অবধি চলবে আন্দোলন।