Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata CitySuvendu Adhikari : গার্ডেনরিচে বহুতল দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, অবৈধ নির্মাণ নিয়ে...

Suvendu Adhikari : গার্ডেনরিচে বহুতল দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, অবৈধ নির্মাণ নিয়ে তোপ শুভেন্দুর

রবিবার কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ভয়াবহ দুর্ঘটনা। একটি বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ৫ জনের। প্রথমে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, শেষ পাওয়া খবর অনুযায়ী ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এখনো উদ্ধারকাজ চালাচ্ছে দমকল ও ডিজাস্টআর ম্যানেজমেন্ট।

Advertisements

বহুতল ভেঙে পড়ায় মমতার সরকারের দিকেই আঙুল তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ X হ্যান্ডেলে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দেন। মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ কাউন্সিলর সমস ইকবালের ছবি পোস্ট করে আক্রমণ শানান শুভেন্দু। তাঁর দাবি, এই কাউন্সিলর দীর্ঘদিন ধরেই অবৈধ কাজকর্মে লিপ্ত। শুভেন্দু দাবি, গার্ডেনরিচ এলাকায় ৫ হাজার জলাভূমি বেআইনিভাবে ভরাট করা হয়েছে। ৮০০ বেশি অবৈধ নির্মাণ হয়েছে। X হ্যান্ডেলে শুভেন্দুর আরও দাবি, বেআইনি নির্মাণের মুলে এই কাউন্সিলর। সমস ৫ কোটি মূল্যের একটি বিলাস বহুল গাড়িও কেনেন বলে দাবি করেছেন তিনি।

Advertisements

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ব্যান্ডেজ মাথায় তড়িঘড়ি ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন শুভেন্দু। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবার সঙ্গেই লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধি। বিরোধী দলনেতা প্রশ্ন, মমতা রাজনৈতিক নেত্রী হয়ে কিভাবে ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন? শুধু তাই নয়াই বিষয়ে তিনি নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করেছেন X হ্যান্ডেলে।

পাশাপাশি যাদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবার পিছু ৫০ লক্ষ ও যাঁরা আহত হয়েছেন তাদের পরিবারকে ১০ লক্ষ আর্থিক ক্ষতিপূরণের দাবি তুলেছেন X হ্যান্ডেলে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments