HomeWest BengalKolkata CitySuvendu Adhikari: ব্রিগেডের পর মীনাক্ষীকে 'বলির পাঁঠা' বলে মূল নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari: ব্রিগেডের পর মীনাক্ষীকে ‘বলির পাঁঠা’ বলে মূল নিশানা শুভেন্দুর

- Advertisement -

বাম যুব সংগঠনের বিরাট ব্রিগেড মিটিংয়ের পর সংগঠনটির রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জিকেই নিশানা করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। তিনি বলেন,বোন মীনাক্ষী আপনি ২১ সালে আমার বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন। কত ভোট পেয়েছেন? ৬২০০ টি ভোট। বেচারি সিপিআইএমের ১০০০ টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানিতে। সেটা বোন মীনাক্ষী ফেরত পায়নি। ওই ভোটেও এই সিপিএম মমতাকে জেতানোর জন্য আমাকে হারানোর জন্য মীনাক্ষীকে বলির পাঁঠা করেছিল।\

যাদবপুরে এদিন সিপিআইএম ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে নিজের জয়ের প্রসঙ্গ টেনে মমতা ব্যানার্জি ও মীনাক্ষী মুখার্জিকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা।

   

গত ৭ জানুয়ারি বাম যুব সংগঠনের ব্রিগেড মিটিংয়ে লক্ষ লক্ষ জনতার সমাগম হয়েছিল। তাতেই চিন্তিত বিজেপি। কারণ, তাদের উদ্যোগে ব্রিগেডেই হয়েছিল গীতা পাঠের সমাবেশ। লক্ষ কণ্ঠে গীতাপাঠ বলা হলেও আদতে তা হয়নি। এমনকী আসব বলেও অনুষ্ঠানে আসেননি প্রধানমন্ত্রী মোদী। গীতাপাঠের সমাবেশের পর কর্মের দাবিতে বাম যুব সংগঠনের ভিড় ছিল প্রবল আলোচিত। সেই সমাবেশের পর মীনাক্ষীকেই নিশানায় বিঁধলেন শুভেন্দু।

রাজনৈতিক মহলে গুঞ্জন, রাজ্যে মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তায় বিজেপি ও তৃণমূল দুই শিবিরে চিন্তা বাড়ছে। সরাসরি শুভেন্দুর নিশানায় তাই মীনাক্ষী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular