কলকাতা, ১৭ অক্টোবর: রাজ্যের পুলিশ মহাপরিদর্শক (ডিজি) রাজীব কুমারের (Rajeev Kumar) বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার শুনানি ছিল শুক্রবার (১৭ অক্টোবর)। একটি ছিল তাঁর আগাম জামিন বাতিলের জন্য সিবিআইয়ের দায়ের করা আবেদন, অপরটি আদালত অবমাননার অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলা। দেশের শীর্ষ আদালত এ দিন দুটি মামলায় ভিন্ন রায় দিয়েছে—যার মধ্যে একটিতে রাজীব কুমারকে স্বস্তি মিলেছে, অন্যটি নিয়ে আগামী দিনে ফের শুনানি হবে।
সুপ্রিম কোর্ট সিবিআইয়ের পক্ষ থেকে রাজীব কুমারের আগাম জামিন বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে আগাম জামিন বহাল থাকল এবং এই মুহূর্তে গ্রেফতারের সম্ভাবনা থেকে রক্ষা পেলেন রাজীব কুমার। সিবিআই চেয়েছিল, তাঁর জামিন প্রত্যাহার করে নেওয়া হোক, কারণ তাদের দাবি ছিল, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না, এবং গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাটের আশঙ্কাও রয়েছে।
তবে সুপ্রিম কোর্ট তাদের এই আবেদন মঞ্জুর করেনি। বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, এখনই আগাম জামিন বাতিলের কোনও যৌক্তিক কারণ নেই। আদালতের এই সিদ্ধান্ত রাজীব কুমারের জন্য বড় স্বস্তির, বিশেষত যখন তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের তদন্ত চলছেই। তবে অন্য একটি মামলায়, যা আদালত অবমাননার অভিযোগে দায়ের করা হয়েছে, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত রায় হয়নি। আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ সপ্তাহ পরে। এর অর্থ, এই মামলায় রাজীব কুমারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সিবিআইয়ের অভিযোগ, রাজীব কুমার আদালতের নির্দেশ মেনে চলেননি এবং তদন্ত প্রক্রিয়ায় বাধা দিয়েছেন, যা আদালত অবমাননার সামিল।
সুপ্রিম কোর্ট অবশ্য এ বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি, তবে মামলাটি সম্পূর্ণ খারিজও করেনি। বরং সময় নিয়ে বিষয়টি পর্যালোচনা করার দিকেই এগোতে চায় আদালত।
চিটফান্ড কেলেঙ্কারি মামলায় রাজীব কুমারের নাম উঠে আসার পর থেকেই সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। সে সময় তিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন। পরে তিনি পদোন্নতি পেয়ে রাজ্যের ডিজি হন। সিবিআইয়ের দাবি, তিনি প্রমাণ লোপাট করেছেন ও তদন্তে বাধা দিয়েছেন। রাজীব কুমারের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।