অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক আইট নোটিস ইডি-কে তুলে নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিদেশ যাওয়ার এক সপ্তাহ আগে ইডিকে জানালেই হবে, বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতকে ইডি জানায় যে, ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত বিদেশ যেতে তারা অভিষেককে অনুমতি দিয়েছেন।

গত সোমবার সুপ্রিম কোর্টে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট ইডির কাছে জানতে চান যে, কেন রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছিল?

   

শুনানিতে ইডির উদ্দেশে শীর্ষ আদালত বলেছিল, ‘তদন্তের প্রয়োজনে বার-বার সমন করুন। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ মতো তদন্ত করতে বাধা কোথায়?’

বিচারপতি সঞ্জয় কিষান কল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ ইডি-কে জানিয়েছিল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো উচিত হবে না।

চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে গত সোমবার কলকাতা হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলফনামায় অভিষেক লেখেছিলেন, তিনি ইতিমধ্যেই ইডিকে তার বিদেশ সফরের বিশদ বিবরণ জানিয়ে একটি চিঠি দিয়েছেন। গত ১৫ জুলাই এই সফরের কথা ইডিকে জানালেও, কোনও জবাব মেলেনি। তিনি‌ হলফনামায় এও জানান, চোখের চিকিৎসার জন্য ২৪ দিন আমেরিকায় থাকতে চান তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন