Bhupatinagar: ভূপতিনগরের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, অভিযোগ বিরোধী দলনেতার

suvendu

ভূপতিনগরে শনিবার সকালে কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেফতারের উদ্দেশ্যে যায় এনআইএ-এর একটি দল। কিন্তু সেখানে গিয়েই ঘটে বিপত্তি, দুই নেতাকে গাড়িতে তুলে আনার সময় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। ফের সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আক্রান্ত হয় এনআইএ আধিকারিকরা।

Advertisements

আর এই ঘটনা নিয়ে এইবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে সোচ্চার হন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার-সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন নির্বাচন কমিশনে জানিয়েছেন তিনি।

Advertisements

যদিও এই বিষয়ে তৃণমূলের অভিযোগ ভিন্ন। ভোটের আগে তাঁদের বেকায়াদায় ফেলতে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তাঁদের হেনস্থা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এনআইএ গোয়েন্দারা ভূপতিনগরে যাবেন সে কথা জানিয়েছিলেন স্থানীয় থানায়। কিন্তু অভিযোগ, এনআইএ স্থানীয় থানার বাহিনী পৌঁছনোর অপেক্ষা না করেই গ্রামে ঢুকে যায় এবং তল্লাশি শুরু করে।