গ্রূপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের আবেদন খারিজ

high-court

গ্রূপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের আবেদন খারিজ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ‘রাজ্যের তদন্তকারী সংস্থা ওপর আস্থা রাখুন, স্বচ্ছ তদন্তের আশ্বস্ত দিচ্ছি।’ তবে গ্রূপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। 

গ্রূপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আবারও নড়েচড়ে বসেছে কলকাতা হাইকোর্ট। এই দুর্নীতি মামলায় আবারও একবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

   

বিচারপতি জানিয়েছেন, ‘মঙ্গলবার রাত ৯টার মধ্যে হাই কোর্টের প্রাক্তন বিচারপতির কমিটির চেয়ারম্যাননের কাছ থেকে সমস্ত নথি সিবিআই নিজেদের হেফাজতে নেবেন।

আমি ফের নির্দেশ দিচ্ছি সিবিআই ডিরেক্টরকে এডিজি পদমর্যাদা আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করে তদন্ত করবেন। ১৬ মার্চের মধ্যে সিবিআই তদন্ত করে রিপোর্ট জমা দেবেন।’

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। স্কুলে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কর্মী নিয়োগের অভিযোগে মামলা হয়েছে। নিয়োগে দুর্নীতি রয়েছে কি না, সিবিআই কে তা অনুসন্ধানের দায়িত্ব দেন বিচারপতি অভিভিৎ গঙ্গোপাধ্যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন