Bus: অতিরিক্ত ভাড়া ইস্যুতে রাজ্যের হলফনামা তলব

বেসরকারি বাসগুলিতে ভাড়া ইস্যুতে এবার রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বেসরকারি বাস ও মিনিবাসের অতিরিক্ত ভাড়া কেন নেওয়া হচ্ছে। যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তার কোন তালিকা আছে?পরিবহণ দফতরের সচিবকে হলফনামা দিয়ে জানাতে হবে বাসে ভাড়া নেওয়ার ক্ষেত্রে কী নিয়ম রয়েছে। নির্দিষ্ট কোনও তালিকা মেনে না কি ইচ্ছা মতো ভাড়া নেওয়া হচ্ছে তা-ও জানাতে হবে বলে এদিন নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন মামলাটি খারিজের আবেদন জানানো হয় । রাজ্যের যুক্তি, কোনও বাসের রুট, সময়সূচি এবং ভাড়া সবটাই ঠিক করে পরিবহণের আঞ্চলিক কর্তৃপক্ষ। পরিবহণ দফতর এই বিষয়টিতে হস্তক্ষেপ করে না।অথচ এই মামলায় ওই কর্তৃপক্ষদের যুক্ত করা হয়নি। তাই মামলাটি বাতিল করা হোক।

   

মামলাকারি পক্ষের আইনজীবী প্রতুষ পাটোয়ারির দাবি, ভাড়া নিয়ে নিজেদের পরিকল্পনা জানাক পরিবহণ দফতর।দীর্ঘ সময় ধরে বাসে কোনও ভাড়ার তালিকা নেই। ফলে হয়রানির স্বীকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন