East Bengal vs Mumbai City: মায়ানগরীর বিরুদ্ধে ভাগ্যের খোঁজে এসসি ইস্টবেঙ্গল

লিগের শেষটা অন্তত সম্মানজনক হোক। চাইছেন আপামর ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক। শেষ তিনবারের সাক্ষাতে মুম্বইকে একটি ম্যাচেও হারাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। চতুর্থ ম্যাচে নামার আগে…

লিগের শেষটা অন্তত সম্মানজনক হোক। চাইছেন আপামর ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক। শেষ তিনবারের সাক্ষাতে মুম্বইকে একটি ম্যাচেও হারাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। চতুর্থ ম্যাচে নামার আগে ভাগ্যের সাহায্য চেয়েছেন কোচ মারিও রিভেরা। 

চলতি মরশুমে মায়ানগরীর টিমের খেলায় পারফরম্যান্সের অভাব। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে তারা। সামনে এসসি ইস্টবেঙ্গল। 

ধারেভারে লাল হলুদের থেকে অনেক এগিয়ে মুম্বই। তবে এবারের প্রথম সাক্ষাতে বাকিংহামের দলকে রুখে দিয়েছিল মানলো দিয়াজের দল। লিগের শেষ ম্যাচে জয় পায়নি মুম্বই। লড়াই করেও জামশেদপুরের বিরুদ্ধে পরাস্ত হতে হয়েছে তাদের। ৩-২ গোলে ম্যাচ জিতে নিয়েছিল ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজি দলটি। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল চেন্নাইয়িন এফসির সঙ্গে ২-২ ড্র করার পর ওড়িশা এফসি আর কেরালা ব্লাস্টার্সের কাছে হেরেছে।

মুম্বইয়ের সামনে এখনও রয়েছে শেষ চারে যাওয়ার আশা। অন্য দিকে ইস্টবেঙ্গল ছিটকে গিয়েছে লিগ থেকে। তবে বিদায় নেওয়ার আগে মরণ কামড় দিতে চাইবে মারিও রিভেরার প্রশিক্ষণপ্রাপ্ত এসসি ইস্টবেঙ্গল। মুম্বইয়ের শেষ চারে যাওয়ার রাস্তায় কাঁটা বিছিয়ে দিতে চাইবে শতাব্দী প্রাচীন ক্লাব। 

তবে মারিওকে চিন্তায় রাখবে দলের প্রথম একাদশ এবং ডিফেন্স। হীরা মণ্ডলকে পাওয়া যাবে না এদিনের ম্যাচে। চলতি মরশুমে একাধিক গোল বাঁচিয়েছেন তিনি। অবশ্যম্ভাবী দূর্গ পতনের হাত থেকে রক্ষা করেছেন নিজের দলকে। করেছেন গোললাইন সেভ। কার্ড সমস্যায় সেই হীরা থাকবেন না মুম্বইয়ের বিরুদ্ধে। মারিও রিভারার ভাগ্য কতটা সঙ্গ দেয় এখন সেটাই দেখার।