SSC: সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য সরকারের

এবার গ্রুপ সি (Group C) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য সরকার।

Advertisements

সম্প্রতি সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা করার আবেদন জানালেন বেশকিছু চাকুরিরত গ্রুপ-সি কর্মী এবং রাজ্য সরকার।

   

বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শুভঙ্কর নাগ। বৃহস্পতিবারই মামলার শুনানির সম্ভাবনা।

এদিকে সিবিআইয়ের তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলায় এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই। আর এর ফলে আগামী দু সপ্তাহের জন্য সিঙ্গেল বেঞ্চে গ্রুপ ডি সংক্রান্ত মামলা শুনতে পারবেন না কেউ।

সেইসঙ্গে পাশাপাশি ৫৭৩ জন প্রার্থীর চাকুরী থেকে বরখাস্ত করার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements