SSC Scam: শান্তনু-মানিক যোগের তালিকা রহস্যে উন্মোচনের নামল ইডি

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় গতকাল, শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorate)।

SSC Scam

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় গতকাল, শুক্রবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorate)। তাঁর বাড়ি থেকে প্রায় ৩০০ জন চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়েছে। সেই তালিকা ধরেই জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু শান্তনুর বক্তব্যে একাধিক সঙ্গতি মিলতেই তাঁকে গ্রেফতার করা হয়। ইডির তরফে প্রশ্ন উঠছে, তৃণমূল নেতা শান্তনুর বাড়ি থেকে যে তালিকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) সম্পর্ক রয়েছে কিনা।

Advertisements

আরও পড়ুন: SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার টিএমসি নেতা শান্তুনু

Advertisements

ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকেই খোঁজ মিলেছিল তৃণমূল নেতা কুন্তল ঘোষের। সেখান থেকেই শান্তনুর যোগ পায় তদন্তকারী সংস্থা। এখন শান্তনুর বাড়ি থেকে পাওয়া তথ্যকে হাতিয়ার করে তদন্তে এগোতে চাইছে ইডি। তাঁদের সন্দেহ এর সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের যোগ থাকতে পারে।

আরও পড়ুন: SSC Scam: সোমার মাধ্যমেই টাকা পৌঁছানোর গোপন ডেরা খুঁজতে অভিযানে নামল ইডি

সূত্রের খবর, গত কাল বিকেল থেকেই শান্তনুর বক্তব্যে অসঙ্গতি মেলার পর থেকেই তাঁকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করে এনফোর্সমেণ্ট ডিরক্টরেট। শনিবার তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায় তদন্তকারী সংস্থা। যদিও কুন্তলের দাবি, তিনি শান্তনুকে চেনেন না। অন্যদিকে, ইডির তরফে দাবি করা হচ্ছে, ২০১৪ সাল থেকেই নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে তাঁর। এখন এই শান্তনুর সঙ্গে মানিকের যোগ রয়েছে কিনা, খোঁজ করছে সিবিআই।

আরও পড়ুন: SSC scam: বাংলার চাকরি কেনা-বেচার তাপস-কুন্তল-নিলাদ্রী ত্রিভুজের সন্ধান সিবিআইয়ের

ইডি সূত্রে খবর, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জনের যে তালিকা পাওয়া গিয়েছিল, তার মধ্যে ৭ জনের নিয়োগ হয়েছে। যদিও এই সংখ্যাটা বাড়তে পারে। শান্তনু এবং কুন্তলের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চায় ইডি।