SSC scam: অযোগ্যদের হয়ে মামলা লড়াইয়ের জন্যে টাকা নিয়েছিল কুন্তল!

Kuntal Ghosh

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য আদালতে তুলে ধরেছে ইডি। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার সমান। কখনও নিয়োগের জন্য কুন্তল টাকা নিয়েছে, আবার কখনও অযোগ্যদের চাকরি টিকিয়ে রাখার জন্য টাকা নিয়েছিল কুন্তল। শুধুমাত্র চাকরি টিকিয়ে রাখার জন্য ১২০০ টি স্কুলে মাথাপিছু ২০ হাজার টাকা নিয়েছিলসে। সেই টাকার পরিমাণ প্রায় আড়াই কোটি৷

এমনিতেও কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে দীর্ঘ সময় ধরেই অযোগ্যদের নিয়োগের জন্য টাকা তুলেছেন কুন্তল৷ স্কুল সার্ভিস কমিশনের একাধিক বিভাগ থেকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, সব বিষয়েই ছড়িয়েছিল কুন্তলের জাল৷ কোটি কোটি টাকার সেই ভাগ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও পৌঁছে গেছে। এমনটাও জানতে পেরেছে ইডি।

   

এখানেই শেষ নয়, ইডির তরফে দাবি করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে যে ৫০ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে, সেখানেও রয়েছে কুন্তলের টাকা। এরপর নিয়োগ দুর্নীতিতে একাধিক ব্যক্তিদের নাম যখন জড়িয়েছে, তখনও নিজেদের দাপট চালিয়ে গেছেন কুন্তল৷ যে সমস্ত অযোগ্যদের চাকরি গেছে, তাঁদের সেই চাকরি বাঁচিয়ে রাখার জন্য টাকাও নিয়েছিলেন তিনি৷ সেই আশঙ্কা জোরালো হয়েছে আরও একটি তথ্য থেকে৷

ইডির তরফে শুক্রবার আদালতের কাছে বলা হয়, গত বছরের ডিসেম্বরে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষার ২৫০ টি ওএমআর শিট কুন্তলের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে ইডি৷ একজন শাসক দলের যুব নেতার কাছে বিপুল সংখ্যক ওএমআর শিট গেল কীভাবে? তবে কী দুর্নীতির নতুন করে জাল বপন করছিলেন কুন্তল? উঠছে প্রশ্ন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন