Meenakshi Mukherjee: জাতীয় পাখি পরিবর্তন হয়েছে, সাদা শাড়ি মাথায় ঝুঁটি কুকু করছে: মীনাক্ষী

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাকযুদ্ধের জেরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ সেই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে সিপি(আই) এমের যুব নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায়ের (Meenakshi Mukherjee) নাম

Meenakshi Mukherjee CPIM

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাকযুদ্ধের জেরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ সেই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে সিপি(আই) এমের যুব নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায়ের (Meenakshi Mukherjee) নাম৷ শুক্রবার পাথপ্রতিমার এক সভা থেকে শাসক শিবিরকে বেনজির ভাষায় আক্রমণ শানিয়ে জানালেন, বেশি ট্যাঁ ফোঁ করো না, টেংরি খুলে দিতে আমরাও জানি। তাতেই নতুন করে জলঘোলা শুরু হয়েছে।

গত পঞ্চায়েত নির্বাচনে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। নির্বাচনের পরেও বিরোধী দলের নেতাদের ওপর হামলার ঘটনায় সরব হয়ে মীনাক্ষীর বার্তা, রাজনীতিতে অসহায় মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে। বেছে বেছে বাম সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। আগামী নির্বাচনে মানুষ উচিত শিক্ষা দেবে বলে জানিয়েছেন তিনি।

   

সম্প্রতি মেঘালয় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনব সাজে দেখা গিয়েছিল৷ মেঘালয়ের একটি স্থানীয় ভাষার কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মীনাক্ষীকে বলতে শোনা যায়, এখন আমাদের জাতীয় পাখির পরিবর্তন হয়েছে। সাদা শাড়ি মাথায় ঝুঁটি কুকু করছে।

একইসঙ্গে এদিনের সভা থেকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হলেন না মীনাক্ষী৷ তিনি বলেন, পার্থ অর্পিতার প্রেম এখন লায়লা মজনুকে হার মানাবে৷ জেলের মধ্যেই প্রাক্তন মন্ত্রী পার্থ সরস্বতী পুজোর ফিতে কেটেছে? পুজারি ছিলেন মানিক আর সুবীরেশ৷