SSC Scam: জেলে গেল প্রাক্তন মন্ত্রী পার্থ

বান্ধবী অর্পিতারও জেলের সাজা

partha_arest

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যাযের জেলে যেতে হলো। আদালত তাঁকে ১৪ দিনের হেফাজত দিল। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতাকেও ১৪ দিনের হেফাজত।

partha,money

   

আদালতে শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় শিকার হয়েছেন। এখন বিধায়ক পদ ছাড়া তাঁর কাছে কিছু নেই। পদ থেকে ইস্তফা দিতে চান তিনি।

SSC Scam: জেলে গেল প্রাক্তন মন্ত্রী পার্থ

এর আগে তাঁকে তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব ও মন্ত্রীর পদ থেকে সরানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এবার নিজেই বিধায়ক পদ ছাড়তে চান বলে জানান পার্থবাবু।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর যুক্তি, এখনও অবধি পার্থর কাছে থেকে কোনও সম্পত্তি উদ্ধার করেনি ইডি। তিনি ঘুষ নিয়েছেন এমন কোনও প্রমাণ মেলেনি। সমস্ত ডিড যা উদ্ধার হয়েছে তা নকল। এমনকি অর্পিতা মুখ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও পার্টনারশিপ নেই। জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী।

SSC Scam: জেলে গেল প্রাক্তন মন্ত্রী পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদ করছেন ইডি। পুরো বিষয়টিকে এখন ষড়যন্ত্র বলেছেন তিনি।

তবে জামিন নয় জেলেই পার্থ কে জেলে পাঠাল আদালত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন