হাওড়া থেকে ঝাঁক ঝাঁক চাকরিপ্রার্থীদের ডেকে তথ্য নিচ্ছে সিবিআই

movement to demand jobs in Dharmatala

রাজ্য শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির (SSC Scam) তদম্তে সিবিআই (CBI) নেমেছে বিপুল তথ্য সংগ্রহের। এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্তে কয়েক দিন ধরেই ধাপে ধাপে চাকরিপ্রার্থী, চাকরিরত এবং আদালতের নির্দেশে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। হাওড়া থেকে এমন ৫০ জনকে ডেকে চলছে তথ্য সংগ্রহ।

নিজাম প্যালেসে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীরা হাজিরা দিয়েছেন। তার মধ্যে আছেন হাই কোর্টের নির্দেশে চাকরি বাতিল হাওয়া প্রার্থীরা। ইতি মধ্যেই তারা নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে হাজির। সিবিআই সূত্রে খবর খতিয়ে দেখা হচ্ছে এই সমস্ত প্রার্থীদের নথির সঙ্গে এসএসসির তরফ থেকে দেওয়া মেধা তালিকা তথ্যের গরমিল।

   

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট হয় হাইকোর্ট। আদালতের ধমক খেয়ে এসএসসি দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়াতে মরিয়া সিবিআই। চাকরিপ্রার্থী ও বাতিল হাওয়া প্রার্থীদের তলব করে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। বয়ান রেকর্ড করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন