SSC Scam: মা লক্ষ্মীকে ধর্মতলার ধর্ণা মঞ্চে বসার ডাক আন্দোলনকারীদের

SSC Scam

দীর্ঘ সময় ধরে চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষকরা৷ ধর্মতলার দীর্ঘ আন্দোলন ঘিরে চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে৷ রবিবার লক্ষ্মী বন্দনায় মেতে উঠলেন হবু শিক্ষকরা৷ স্লোগান দিলেন, এসো মা লক্ষ্মী, বসো আমাদের ধর্নামঞ্চে। চাকরি প্রার্থীদের আন্দোলনের ইস্যুকে হাতিয়ার করেছে বিরোধীরা৷ কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য, আদালতের নির্দেশের অপেক্ষা করছে এসএসসি (SSC)।

তিনি আরও বলেন, একটা বিষয় যখন ঘটে সেটির ক্ষেত্রে বিভিন্ন ক্রিয়াকলাপও থাকতে পারে। কিন্তু মূল জট খোলার কাজটা রাজ্য সরকার করছে। বিরোধীদের একাংশ চাইছে ধর্না মঞ্চগুলো চলুক। কারণ তাদের তো আর অন্য জায়গায় যাওয়ার নেই। আমাদের পরিষ্কার কথা হচ্ছে যাঁরা চাকরি প্রার্থী, যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন তাঁদের যন্ত্রণা রাজ্য সরকার বোঝে। যদি কোথাও কোনও ভুল হয়ে যায় সংশোধন হচ্ছে। কেউ দোষ করে থাকলে তারও তদন্ত এবং শাস্তি হচ্ছে।

   

তৃণমূলের রাজ্য সম্পাদক বলেন, মুখ্যমন্ত্রী চান আগে নিয়োগটা হোক। ফলে সেইমতো শিক্ষামন্ত্রীকেও বলা হয়েছে। একটা জট খোলার চেষ্টা হচ্ছে। বিষয়টি এসএসসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আদালতকে। কোন পথে এগোবে জানতে চেয়েছে আদালতের কাছে। সদিচ্ছাটা দেখিয়েছে। আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছে। সেখানে প্রার্থীরা যদি মনে করেন, তাঁরা বসে থাকবেন। এখন সেটা সম্পূর্ণ তাঁদের বিষয়।

উৎসবের মরশুমেও আন্দোলন জারি রেখেছিলেন চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য, সাদা কাপড় দিয়ে ঢেকে দৃশ্যমানতা কিছু সময়ের জন্য কমাতে পারবেন। কিন্তু যোগ্যদের আপনি যোগ্যতা কমাবেন কী করে? সেই লজ্জা আপনি ঢাকা দেবেন কি করে? যারা দিনের পর দিন এখানে বসে অপেক্ষা করছে, চোখের জল ফেলছে তাঁদের প্রতি আপনার বক্তব্য কী? আপনি উৎসব করছেন, কিন্তু আমাদের উৎসব কী হবে?

শনিবার রেড রোডে কার্নিভ্যালের কারণে স্থগিত ছিল আন্দোলন কর্মসূচি। রবিবার লক্ষ্মীপুজোর দিনেও ধর্নায় শামিল হন চাকরি প্রার্থীরা। নিজেদের কোলের শিশুকে নিয়ে এদিনেও হাজির হয়েছিলেন তারা। বঞ্চনার কথা তুলে ধরে সরকারের উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছিল একের পর এক প্রশ্ন। সব মিলিয়ে চাকরি প্রার্থীদের আন্দোলন ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন