HomeWest BengalKolkata CitySSC দুর্নীতি নিয়ে সিবিআই কে সব উগরে দেবেন পার্থ: শুভেন্দু

SSC দুর্নীতি নিয়ে সিবিআই কে সব উগরে দেবেন পার্থ: শুভেন্দু

- Advertisement -

স্কুল সার্ভিস কমিশনের (SSC) দুর্নীতি অভিযোগে সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। স্বাধীনতার পর এটা সবচেয়ে বড় দুর্নীতি। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, স্বাধীনতার পর এটা সবচেয়ে বড় দুর্নীতি। যেটা হরিয়ানাতে হয়েছিল সেটা এর কাছে কিছু নয়।

   

তিনি বলেন, সরাসরি স্কুল সার্ভিস কমিশনকে নিজেদের আয়ত্তে না আনতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল এবং ভাইপোর ব্যক্তিগত স্বার্থের জন্য পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহার নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কমিটি কাজ ছিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো দেখা। প্রত্যেকটি ফাইলে শিক্ষা সচিব পার্থ চট্টোপাধ্যায়কে সই করিয়েছেন। সেই কমিটির মধ্যে মন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন। তার মানে তো মন্ত্রী নিজে জড়িয়েছেন।

তিনি আরও বলেন, দুনীর্তি যে হয়েছে এটার জন্য আমার মনে হয় না আর কোনও তদন্তের প্রয়োজন রয়েছে। এবার এজেন্সি এবং আদালত কী করবে সেটা আমার বিষয় নয়। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে পারি না তাঁরা কী করবে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এই দুর্নীতির মূলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়।

বিরোধী দলনেতার সংযোজন, কান টানলে মাথা আসে। পার্থবাবু কার নির্দেশে এই বিপুল সংখ্যক নিয়োগের সুপারিশ করেছেন সেটা তাঁকে জানাতে হবে। পরেশ অধিকারী তৃণমূলের যোগদানের সময় শর্ত রেখেছিলেন তার মেয়েকে চাকরি দিতে হবে। দুই তাঁকে লোকসভায় প্রার্থী করতে হবে। তিন, চ্যাংরাবাঙ্গায় কর্পোরেশন ডেভলপমেন্টে তাঁকে চেয়ারম্যান করতে হবে। এখন এই বিনিময়ের শর্তপূরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অজ্ঞানে হয়নি। পরেশ অধিকারীর মেয়ের নিয়োগ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল।

শুভেন্দু বলেন, সিবিআই জিজ্ঞাসাবাদের সময় এই সমস্ত ঘটনা তুলে ধরবেন পার্থ চট্টোপাধ্যায়। তবে আদালতের রায় নিয়ে এখনই কিছু বলতে চান না নন্দীগ্রামের বিজেপির বিধায়ক। এদিনেও বলে দিলেন ২০২৪ সালে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হতে চলেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular