SSC: ফের রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি

এসএসসি নিয়োগ দুর্নীতির মাঝেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। জানা গিয়েছে, পুজোর আগেই শুরু হবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। স্কুল…

এসএসসি নিয়োগ দুর্নীতির মাঝেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। জানা গিয়েছে, পুজোর আগেই শুরু হবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর দীর্ঘ সময় পর রাজ্যে হবে এসএসসি।

Advertisements

Advertisements

দীর্ঘ ছয় বছর পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শুধু তাই নয়, খুব দ্রুতই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হবে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক পদেও নিয়োগ খুব দ্রুত হবে।

প্রশ্ন উঠছে ঠিক কী পদ্ধতিতে হবে নিয়োগ? তা খুব শীঘ্রই বিশদে কমিশনের তরফে জানানো হবে। কত শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে।

 এসএসসির শিক্ষক দুর্নীতি কেন্দ্র করে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। লাগাতার আন্দোলন এবং ধর্নার মাধ্যমে সরকারের কাছে দাবি নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারী হবু শিক্ষকরা। দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে বারবার সরব হতে দেখা গেছে তাঁদেরকে। এরই মধ্যে সরকার গঠনের বর্ষপূর্তিতে বড় সিদ্ধান্ত নিল কমিশন।

স্কুল শিক্ষকপদে কতগুলি আসন খালি রয়েছে? সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে জানতে চায় স্কুল সার্ভিস কমিশন। যে রিপোর্ট পেয়ে তাজ্জব হয়ে যান শিক্ষা দফতরের আধিকারিকরা। এরপরেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।