SSC Corruption : সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজির আরও দুই প্রাক্তন চেয়ারম্যান

school service commission office kolkata

এসএসসি দুর্নীতি (SSC Corruption) কান্ডে তোলপাড় গোটা রাজ্য।পার্থ-মানিক-সুবীরেশ,দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে একাধিক নেতা থেকে সরকারি আধিকারিকদের। আর এবার এসএসসির দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ কুমার শূরকে নিজাম প্যালেসে ডেকে পাঠায় সিবিআই। তলবের পর সকাল ১১টার কিছু পরেই দু’জনে হাজির হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতার সদর দফতরে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে, সুবীরেশের পূর্ববর্তী এই দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন এবং প্রদীপকুমারকে নিয়ম না মেনে এসএসসির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।পরে সেই স্থলেই নিয়োগ করা হয়েছিল সুবীরেশকে। কেন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে ব্যাপারেই প্রাক্তন দুই চেয়ারম্যানকে প্রশ্ন করে জানতে চাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর।

   

দু’দিন আগেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরশকে দ্বিতীয়বার হেফাজতে নিয়েছে সিবিআই। আর এই আবহেই দুই প্রাক্তন চেয়ারম্যান কে তলব মুখোমুখি বসিয়ে জেরার ইঙ্গিত দিচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন