Suman Kanjilal: সুমনের দলবদলের কথা শোনেননি স্পিকার বিমান

Speaker Biman Banerjee

গত রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে উত্তরীয় পরেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। তখন থেকেই সুমনের দলবদল নিয়ে শাসক বিরোধী চর্চা শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরে। এবার স্পিকারের উত্তরে খানিকটা হতবাক রাজনৈতিক মহল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন, সুমনের দলবদল নিয়ে অবগত নন তিনি।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সুমন কাঞ্জিলাল দলবদল করেছে বলে তো আমি শুনিনি। উত্তরীয় যে কেউ পরতে পারেন। দলবদল করলে তাহলে বিধানসভায় সুমনের অবস্থান কী হবে? তা জানতে চাওয়া হলে সুমন বলেন, এটি পরিষদীয় বিষয়। প্রকাশ্যে কিছু জানাতে নারাজ তিনি।

   

সুমন কাঞ্জিলাল নিয়ে স্পিকার এধরনের যুক্তি দেবেন, তা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল বিজেপি। তাই শুভেন্দু মঙ্গলবার সকালেই দাবি করেছেন, বিধানসভায় তাঁদের বিধায়ক সংখ্যা ৭৫। পাশাপাশি দলবদলের কারণে বিধায়ক পদ হারাতে পারেন৷ একথা ভেবে সুমন তৃণমূলের পতাকা হাতে তুলে নেননি বলে দাবি করেন বিরোধী দলনেতা৷

স্পিকারের কথায়, বিধায়কের দলবদলের বিষয়টি স্পিকারের ওপরের নির্ভর করে৷ এবিষয়ে তাঁর মন্তব্য, দলত্যাগ বিরোধী আইনটা আগে বুঝতে হবে। এর আগে মুকুল রায়ের বিষয়ে তাঁরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ঘুরে এসেছিল। তারপর আমি একটা দীর্ঘ অর্ডার দিয়েছি। তা নিয়ে তাঁরা কিন্তু আর আদালতে যাননি। অর্থাৎ, সুমনের ক্ষেত্রেও স্পিকারের সিদ্ধান্তই চুড়ান্ত হবে। এমনিটাই ইঙ্গিত দিলেন স্পিকার৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন