ATK Mohun Bagan: ম‍্যানেজমেন্টের সিদ্ধান্তে অখুশি মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো

503
ATK Mohun Bagan head coach Juan Fernando
Advertisements

বর্তমানে খালি খারাপ খবরের জেরে শিরোনামে উঠে আসছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দলের ফুটবলারদের চোট এবং অফ ফর্মের জেরে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে এটিকে মোহনবাগানকে। এমন সময় সবুজ মেরুন শিবির আছড়ে পড়লো আরেক দুঃসংবাদ। এবং সেই খবর পেয়ে চরম অখুশি এটিকে মোহনবাগান।

শোনা যাচ্ছে সবুজ মেরুন শিবির আর ঘরের মাঠে অনুশীলন করতে পারবেনা।এটিকে মোহনবাগান দল সব সময় নিজেদের মাঠে প্রাক্টিস করে আসছে। কিন্তু ৭-৮ ই ফেব্রুয়ারির পর আর নিজেদের মাঠে অনুশীলন করতে পারবেন না। এবার থেকে মোহনবাগান মাঠ ছেড়ে সল্টলেকের অনুশীলন মাঠে প্রাক্টিস করবে সবুজ – মেরুন শিবির।যে মাঠে ইন্ডিয়ান সুপার লিগে কলকাতায় খেলতে আসা দল গুলো অনুশীলন করে।

Advertisements

তবে মোহনবাগানের মাঠের তুলনায় এই মাঠের অবস্থা খুবই খারাপ, তাই ম‍্যানেজমেন্টের এই সিদ্ধান্ত খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু আচমকা কেনো নিজেকে মাঠে প্রাক্টিস বন্ধ করলো এটিকে মোহনবাগান। শোনা যাচ্ছে কলকাতা হকি লিগ শুরু হওয়ার জেরে নিজেদের মাঠে প্রাক্টিস বন্ধ করেছে শতাব্দী প্রাচীন এই ক্লাব। পরবর্তী সময়ে দলের ম‍্যাচ হারের কারণ হিসেবে মাঠের অজুহাত দিতে দেখা যাবে জুয়ান ফেরান্দো কে ? সেটা বলবে সময়।

Advertisements
Advertisements