Sovan Chatterjee: ‘সিঁদুর পরানো বান্ধবী’ সহ দলে আসছে, শোভন-সংকটে তৃণমূল নেত্রী

রত্মার গোঁসা থামাতে পারবেন মমতা? তৃণমূলের অন্দরে রসালো আলোচনা শুরু

এমনিতে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শেষ কথা। তবে মমতার নির্দেশে কি আর পারিবারিক মান অভিমান কমবে, এই প্রশ্ন ঘুরছে শোভন চ্যাটার্জিকে (Sovan Chatterjee) ঘিরে। তিনি ফের তৃণমূলে ফিরতে চান এবং ‘সিঁদুর পরানো বান্ধবী’ সমেত ফিরবেন এমনই বার্তা দিলেন। নবান্নে শোভন-বৈশাখীর যাওয়ার পর থেকে তৃ়ণমূলের অন্দরের গুঞ্জন কোন ওষুধে রত্না চ্যাটার্জির মান ভাঙাবেন মমতা?

শোভন চ্যাটার্জি ও রত্নার মধ্যে বিবাহ বিচ্ছেদ মামলা চলছে। শোভন এখন তাঁর সিঁদুর পরানো বান্ধবী বৈশাখীর সঙ্গে থাকেন। রত্না ও বৈশাখীর মাঝে শোভন এক বিস্ময়কর ভূমিকা নিয়ে আছেন। তিনি ফের তৃণমূলে ফিরলে পারিবারিক কলহ কালীঘাটে ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে।

   

বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বান্ধবী সহ বিজেপিতে গেছিলেন শোভন। বেশিদিন ছিলেন না। ফের তৃ়ণমূলে ফিরতে চেয়ে দলীয় নেতাদের সঙ্গে সংযোগ করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। ততদিনে তিনি সিঁদুর পরিয়েছেন বান্ধবীকে। তবে সরকারিভাবে বিয়েটা হয়নি দুজনের।

আসন্ন একুশে জুলাই সমাবেশের আগে শোভন চট্টোপাধ্যায় বুধবার দুপুরে নবান্নে তাঁর ঝটিকা সফর করলেন। রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, মমতাদির লক্ষ্য বাস্তবায়িত করাই কাজ এখন তাঁর।

এর পর থেকে আলোচনার কেন্দ্রে শোভনের স্বীকৃত স্ত্রী রত্না। বিবাহ বিচ্ছেদ মামলা চললেও তিনিই আইনত স্ত্রী। ফলে রত্নার গোঁসা সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথ নেন তাও আলোচিত। টিএমসির অন্দরমহলে শোভনকে নিয়ে রসালো আলোচনা চলছে। সেসবই ঘুরপথে চলে যাচ্ছে মমতার কানে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন