HomeWest BengalKolkata CityValentine's Day: ভ্যালেন্টাইন্সে 'দুষ্টু' শোভনের সঙ্গে ভালোবাসা মাখামাখি করলেন বৈশাখী

Valentine’s Day: ভ্যালেন্টাইন্সে ‘দুষ্টু’ শোভনের সঙ্গে ভালোবাসা মাখামাখি করলেন বৈশাখী

- Advertisement -

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) উপলক্ষে সারা শহর মজেছিল প্রেম উদযাপনে। নিজের কাছের, অতি প্রিয় ভালোবাসার মানুষকে ভালোবাসায় ভরিয়ে দেওয়াই ভালোবাসা দিবসের আঙ্গিক রূপ৷ ভালোবাসার এই দিবসে নতুন করে ভালোলাগা বেড়ে ওঠে প্রেমের মানুষের প্রতি। ঠিক একইভাবে মঙ্গলবারের প্রেম দিবস পালন করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Sovan Chatterjee and Baishakhi Banerjee)।

লাল পোশাকে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছিলেন বৈশাখী। ম্যাচিং পোশাকে কম যাননি শোভন চট্টোপাধ্যায়ও। প্রেমের এই বিশেষ দিনে একে অপরের ভালোবাসায় ভরিয়ে দিলেন দু’জনে। আজ সোনালী মুহুর্ত ক্যামেরাবন্দী করে পোস্ট করলেন বৈশাখী। শোভন-বৈশাখীর অপরূপ জুটি দেখে এখনও তাজ্জব নেটিজেনরা।

   

Sovan Chatterjee and Baishakhi Banerjee

একটা সময় রত্নার সঙ্গ ছেড়েছিলেন শোভন৷ এখন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে৷ সেখানেও কিন্তু দুই পক্ষের মধ্যে বাদানুবাদ কম যাচ্ছে না। কিন্তু শোভন চট্টোপাধ্যায় স্পষ্ট করেছেন রত্না চট্টোপাধ্যায়কে তিনি আর স্ত্রী হিসেবে মেনে নিতে নারাজ। দূর্গা পুজোর মহাদশমীতে মায়ের সামনেই বৈশাখীকে সিঁদূর পরিয়েছিলেন তিনি। বৈশাখীকেই নিজের ভালোবাসা হিসেবে মান্যতা দিতে চান।

অন্যদিকে, শোভনকে স্বামী জায়গা সরাতে রাজি নন রত্নাও। স্বামী শোভনের সঙ্গে বিচ্ছেদের মামলা চললেও এখনও শোভনকেই স্বামীর জায়গা দিতে চান তিনি। শোভন-বৈশাখীর এই ভালোবাসা আগামী দিনে কী পরিণতি হবে? আপামর বাঙালির চর্চায় থাকা শোভন-বৈশাখীকে নিয়ে উৎসাহ বাড়ছেই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular